Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    উত্তেজনা-মূলক ধর্ম্মের বিরুদ্ধে সতর্কবাণী

    বর্ত্তমানযুগে ঈশ্বরের কার্য্যে এরূপ আধ্যাত্মিকমনা লোকেরা প্রয়োজন, যাহারা দৃঢ়-মতাবলন্বী, ও সত্য সন্বন্ধে যাহাদের জ্ঞান সুস্পষ্ট।CCh 632.1

    আমাকে জানান হইয়াছে যে, কোন নূতন ও অদ্ভুত মতবাদের লোকদের প্রয়োজন নাই। তাহাদের মানবীয় কল্পনার বা অনুমানের আবশ্যকতা নাই। কিন্তু এরূপ লোকদের সাক্ষ্যে তাহাদের প্রয়োজন আছে, যাহারা সত্য জানে ও সত্যে চলে এবং তীমথিয়কে যে কার্য্যভার দত্ত হইয়াছিল, তাহা বুঝে ও তদনুযায়ী জীবন যাপন করে ; যথা :-- “তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্য্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষা দান-পূর্ব্বক অনুযোগ কর, ভর্ৎসনা কর, চেতনা দেও। কেননা এমন সময় আসিবে, যে সময়ে লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাণচূলকাণি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে, এবং সত্য হইতে কাণ ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। কিন্তু তুমি সর্ব্ব-বিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার প্রচারের কার্য্য কর, তোমার পরিচর্য্যা সম্পন্ন কর।” ২ তীমথিয় ৪ : ২-৫।CCh 632.2

    শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দৃঢ়ভাবে ও স্থির-সঙ্কল্প হইয়া চলিতে থাকুন। আপনি নিশ্চিত হইতে পারেন যে, শুচি ও বিমল-ধর্ম্ম উত্তেজনামূলক ধর্ম্ম নহে। কল্পনা-প্রসূত ধর্ম্ম ও মতবাদের প্রতি আকাঙক্ষা বাড়াইবার ভার ঈশ্বর কাহাকেও দেন নাই। হে আমার ভ্রাতৃগণ, এই সকল বিষয় যেন আপনাদের শিক্ষার মধ্যে না থাকে, এবং আপনাদের জীবনেও যেন দেখা না যায়। এই সকলের দ্বারা আপনার জীবনের কার্য্যকে আপনি কলঙ্কিত হইতে দিবেন না। 68T 294-298;CCh 632.3