Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দানিয়েল — পবিত্রীকৃত জীবনের দৃষ্টান্ত

    পবিত্রীকৃত জীবন কি লইয়া গঠিত হয়, দানিয়েলের জীবন তাঁহার জ্বলন্ত দৃষ্টান্ত হইতে সকলের জন্য, বিশেষতঃ যুবক- যুবতীদের জন্য অমুল্য শিক্ষা রহিয়াছে। ঈশ্বরের দাবিদাওয়া নিখুঁতরূপে পালনে দেহের অ মনের স্বাস্থ্যের পরম উপকার সাধিত হয়। নৈতিক অ মানসিক গুনাবলীর চরম শিখরে উঠিতে হইলে ঈশ্বরের নিকট হইতে জ্ঞান অ শক্তির অন্বেষণ করা এবং জীবনের সর্ব্বপ্রকার অভ্যাসে কঠোর মিতাচারী হওয়া আবশ্যক।8SL 23;CCh 183.2

    দানিয়েলের স্বাভাব যত বেশী নির্দ্দোষ ছিল, তাঁহার প্রতি তাঁহার শ্ত্রুগণের ঈর্ষ্যা তত বেশী তীব্র ছিল। তাঁহার বিরুদ্ধে নালিশ করিবার জন্য তাঁহার বিপক্ষে কোন দোষ না পাইয়া, তাহারা উন্মত্ত হইয়া উঠিয়াছিলেন। “তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ঐ দানিয়েলের অন্য কোন দোষ পাইব না; কেবল তাঁহার ঈশ্বরের বাব্যস্থা লইয়া যদি তাঁহার কোন দোষ পাই।” (দানিয়েল ৬ঃ৫)।CCh 184.1

    সমুদয় খ্রীষ্টীয়ানের নিমিত্ত এই স্থানে সুন্দর একটী শিক্ষা রহিয়াছে। দিনের পর দিন দানিয়ালের উপরে তাঁহাদের ঈর্ষ্যার প্রখর দৃষ্টি ছিল, ঈর্ষ্যা পরবশ হইয়া তাঁহারা তাঁহার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়াও, তাঁহার জীবনের কোন একটী বাক্যে কিংবা কার্য্যে তাঁহার বিরুদ্ধে কোনই দোষ পাইলেন না। তথাপি তিনি নিজেকে পবিত্র বলিয়া কোন দাবি করিলেন না, কিন্তু যাহা সর্ব্বাপেক্ষা উত্তম তাহাই তিনি সাধন করিলেন,-তিনি বিশ্বস্ততার ও আত্মৎসর্গের জীবন যাপন করিলেন।CCh 184.2

    রাজার নিকট হইতে আদেশ বাহির হইল। শত্রুগণ তাঁহাকে বিনষ্ট করিতে চাহেন, ইহা তিনি ভালরূপে জানিতেন। তথাপি তিনি নিজ কার্য্যধারার তিল মাত্র পরিবর্ত্তন করিলেন না। ধীর ও স্থির —ভাবে তিনি তাঁহার চির আচরিত কর্ত্তব্য — কর্ম্ম সম্পাদন করিতে থাকিলেন এবং প্রার্থনা —ঘঠিকায় আপন প্রকোষ্ঠে গমণ পুর্ব্বক যিরূশালেমের দিকস্থ বাতায়ন উন্মুক্ত রাখিয়া স্বর্গের ঈশ্বরের নিকট প্রার্থনা উৎসর্গ করিলেন । তাঁহার কার্য্য দ্বারা তিনি নির্ভীক চিত্তে ঘষোণা করিলেন যে, কোন পার্থিব শক্তির, তাঁহার এবং তাঁহার ঈশ্বরের মধ্যে আসিবার এবং কাহার নিকটে প্রার্থনা করিতে হইবে, কিংবা কাহার নিকট প্রার্থনা করিতে হইবে না, বলিবার অধিকার নাই। কি উদার মতাবলম্বী ! খ্রীষ্টীয় সাহস অ বিশ্বস্ততার প্রশংসাযোগ্য দৃষ্টান্ত রূপে তিনি আজ জগতের সমক্ষে দণ্ডায়মান। যদিও তিনি জানিতেন যে, তাঁহার ঈশ্বরভক্তির পরিণাম হইবে মৃত্যু, তথাপি তিনি সমস্ত অন্তঃকরণে ঈশ্বরের দৃষ্টি নিবন্ধ রাখিয়াছিলেন।CCh 184.3

    “তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাঁহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাক, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন” (১৬ পদ)।CCh 185.1

    পরে রাজা অতি প্রত্যূষে উঠিয়া সত্বর সিংহদের খাতের কাছে যাইয়া আর্ত্তস্বরে কহিলেন, “হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা কর, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন?” (২০পদ) ভাব্বাদী প্রত্যুত্তরে কহিলেন, “হে রাজন, চিরজীবী হউন।আমার ঈশ্বর আপন দত পাঠাইয়া সিংহগণের মুখ বন্ধ করিয়াছেন, তাঁহারা আমার হিংসা করে নাই; কেননা তাঁহার সাক্ষাতে আমার নির্দ্দষতা লক্ষিত হইল, এবং হে রাজন, আপনকার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নাই।”CCh 185.2

    “তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন, এবং দানিয়েলকে খাত হইতে তুলিতে আজ্ঞা করিলেন। তাহাতে দানিয়েলকে খাত হইতে তুলিয়া লওয়া হইল, আর তাঁহাদের শরীরে কোন প্রকার আঘাত দৃষ্ট হইল না, কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন “(২২,২৩)। এইরূপে ঈশ্বরের দাস উদ্ধার পাইলেন। কিন্তু তাঁহার যে শত্রু গণ তাঁহাকে বিনষ্ট করিবার জন্য তাঁহার বিরুদ্ধে ফাঁদ পাতিয়াছিল, তাহারাই তাহাতে বিনষ্ট হইল। রাজার আদেশক্রমে তাহাদিগকে সিংহদের খাতে নিক্ষেপ করা হইল, আর বন্যজন্তুগণ তাহাদিগকে তৎক্ষণাৎ খাইয়া ফেলিল।CCh 185.3

    সত্তর বৎসরব্যাপী দাসত্ব যখন প্রায় শেষ হইতে চলিল, তখন যিরমিয়ের ভবিষ্যৎদ্বাণী পাঠে তাঁহার মন উদ্বেলিত হইয়া উঠিল।CCh 185.4

    সদাপ্রভুর সম্মুখে দানিয়েল স্বীয় বিশ্বস্ততা ঘোষণা করেন নাই। কিন্তু নিজেকে বিশুদ্ধ ও পবিত্র বলিয়া দাবী করিবার পরিবর্ত্তে, এই মহামান্য ভাব্বাদী বিনীত ভাবে বরং ইস্রায়েলের প্রকৃত পাপিগণের সহিত নিজের পরিচয় দান করিয়াছিলেন। ক্ষীণ তারকা জ্যোতি অপেক্ষা বহুগুনে শ্রেষ্ঠ ছিল। স্বর্গের অতি প্রিয় এই ব্যক্তির ওষ্ঠাধর হইতে যে প্রার্থনা উচ্ছারিত হইয়াছিল, একবার তাহা চিন্তা করিয়া দেখুন! গভীর ন্ম্রতা সহকারে ও অশ্রুপূর্ণ লোচনে হৃদয় বিদীর্ণ করিয়া তিনি তাঁহার নিজের জন্য ও নিজের লোকদের জন্য ঈশ্বরের নিকটে বিনতি করিয়াছিলেন। নিজের অযোগ্যতা স্বীকার করিয়া এবং সদাপ্রভুর মহত্ব ও মহিমা কীর্ত্তন করিয়া তিনি তাঁহার প্রাণ ঈশ্বরের সম্মুখে খুলিয়া দিয়াছিলেন।CCh 186.1

    দানিয়েলের প্রার্থনার কথা শেষ হইতে না হইতেই, গাব্রিয়েল দূত স্বর্গীয় বিচারালয় হইতে বেগে উড়িয়া আসিয়া কহিলেন যে, তাঁহার প্রার্থনা শ্রুত হইয়াছে এবং উত্তরও দেওয়া হইয়াছিল। এইরুপে সত্য জানিবার ও বুঝিবার নিমিত্ত ব্যাকুলভাবে প্রার্থনা করিলে স্বর্গ- নিযুক্ত বার্ত্তাবাহকের সহিত দানিয়েলের কথোপকথন হয়।CCh 186.2

    যে জ্যোতিতে ও সত্যে তাঁহার ও তাঁহার লোকদের সর্ব্বাপেক্ষা অধিক প্রয়োজন ছিল, প্রার্থনার উত্তর স্বরূপ তিনি যে কেবল তাহাই প্রাপ্ত হইয়াছিলেন, এমন নহে, অধিকন্তু ভাবী মহা ঘটনাবলীর, এমন কি জগতের ত্রাণকর্ত্তার আগমনের (দৃশ্যাবলীর) দর্শনও তিনি প্রাপ্ত হইয়াছিলেন।CCh 186.3

    যাঁহারা পবিত্রীকৃত বলিয়া দাবী করে, তাঁহাদের শাস্ত্রানুসন্ধানের আকাঙ্ক্ষা না থাকিলে, অথবা তাঁহারা বাইবেলের সত্য সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভের জন্য প্রার্থনায় ঈশ্বরের সহিত মল্লযুদ্ধ না করিলে, প্রকৃত পবিত্রীকরণ কি তাহা তাঁহারা জানিতে পারে না।CCh 186.4

    দানিয়েল ঈশ্বরের সহিত কথোপকথন করিয়াছিলেন। স্বর্গ তাঁহার সম্মুখে উম্মুক্ত ছিল। নম্রতা ও ব্যাকুল প্রার্থনার ফলে তিনি উচ্চ সম্মানে সম্মানিত হইয়াছিলেন। যাঁহারা সর্ব্বান্তঃ করণে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে, তাঁহারা সকলেই তাঁহার ইচ্ছা সম্পর্কে জ্ঞানলাভার্থে ক্ষুদিত ও তৃষিত হইবে। ঈশ্বর সত্যের আদিকর্ত্তা । তিনি অমার্জ্জিত বুদ্ধিকে মার্জ্জিত করেন এবং তিনি যে সকল সত্য প্রকাশ করিয়াছেন, তাহা বুঝিবার ও হৃদয়ে ধারণ করিয়া রাখিবার নিমিত্ত মানবান্তঃকরনে শক্তি দান করিয়া থাকেন।CCh 187.1

    গুপ্ত ধনের ন্যায় যাঁহারা সত্য অনুসন্ধান করে, জগতের ত্রানকর্ত্তা তাঁহাদের নিকতে মহা সত্যগুলি প্রকাশ করেন। দানিয়েল বৃদ্ধ ছিলেন।পৌত্তলিক রাজ দরবারে মোহিনী শক্তির মধ্য দিয়া তিনি তাঁহার জীবন অতিবাহিত করিয়াছিলেন, মহান সাম্রাজ্যের বিষয় ব্যাপারে তাঁহার মন ভারাক্রান্ত ছিল। তথাপি তিনি ঈশ্বরের সম্মুখে নিজের আত্মাকে ক্লিষ্ট করিবার নিমিত্ত এই সকল একদিকে ফেলিয়া রাখিয়া পরাৎপরের অভিপ্রায় কি তাহা জ্ঞাত হইবার জন্য সচেষ্ট ছিলেন। যাঁহারা শেষকালে বসবাস করিবে, প্রার্থনার উত্তর- স্বরূপ তাঁহাদের নিকটে স্বর্গীয় রাজদরবার হইতে জ্যোতি প্রদত্ত হইয়াছিল।CCh 187.2

    স্বর্গ হইতে প্রেরিত সত্যগুলি আমরা যেন সম্যকরূপে হৃদয়ঙ্গম করিতে পারি, তজ্জন্য আমাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিবার নিমিত্ত কত ব্যগ্রভাবে ঈশ্বরের নিকটে আমাদের প্রার্থনা করা কর্ত্তব্য!CCh 187.3

    দানিয়েল পরাৎপরের বিশ্বস্ত দাস ছিলেন। তাঁহার সুদীর্ঘ জীবনব্যাপী তিনি তাঁহার প্রভুর জন্য মহৎ মহৎ কার্য্য করিয়াছিলেন। তিনি চরিত্রে যেরূপ বিশুদ্ধ, প্রভুভক্তিতে যেরূপ অবিচলিত, হৃদয়ের নম্রতায় ও ঈশ্বরের সম্মুখে অনুতাপে, তদ্রূপ শীর্ষস্থানীয় ছিলেন। আমরা পুনরায় বলি, দানিয়েলের জীবন প্রকৃত পবিত্রীকরণের এক জ্বলন্ত দৃষ্টান্ত।9SL 42-52;CCh 187.4