Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    কিভাবে একগুয়েমী বৃদ্ধি পায়

    ঈশ্বর তাঁর সন্তানদের মাধ্যমে পাপকে তিরষ্কার করেন ও মানুষের সাথে কথা বলেন। যদি সংশোধন হতে অস্বীকার করে তাহলে স্বর্গীয় ক্ষমতা তার নিজস্ব কাজকে প্রতিহত করার জন্য উপস্থিত হন না। সে পবিত্র আত্মার প্রভাবের বিপক্ষতা করে নিজের হৃদয়কে কঠিন করতে থাকে । PPBeng 189.1

    যে প্রথমবার প্রলোভনে আত্ম-সমর্পণ করে, সে দ্বিতীয়বার আরো সহজেই আত্ম-সমর্পণ করবে। প্রতিবারের পুনরাবৃত্তি তার বাধা দানের ক্ষমতাকে দুর্বল করে, তার দৃষ্টিকে অন্ধ করে, এবং তার বিশ্বাসের গলা টিপে ধরে। “মানুষ যাহা কিছু বুনে তাহাই কাটিবে।” গালাতীয় ৬:৭। এইভাবে অগণিত লোক নির্বিকার অবহেলার মধ্যে সেই সত্য শুনে যা এককালে তাদের আত্মায় রোমঞ্চ সৃষ্টি করত । তারা সত্যের বিষয়ে অবহেলা ও বাধার বীজ বপন করেছিল, ফলে এই ফল তারা এখন ভোগ করে । PPBeng 189.2

    যারা একটি অভিযোগকারী বিবেক শান্ত করতে চান তারা মনে করে থাকেন যে কিছু দিনের মধ্যে মহা বিদ্রোহীর (শয়তানের) প্রভাবের ভিতরে থাকার পর বিপদ ঘনিয়ে এলে তারা তাদের নেতা পরিবর্তন করবেন (অর্থাৎ শয়তানের পক্ষ ত্যাগ করে খ্রীষ্টের পক্ষে আসবেন)। কিন্তু এটা সহজে করা সম্ভব হয় না । পাপের আতিশয্যের মধ্যে জীবন কাটানোর ফলে যে চরিত্র সৃষ্টি হয়, সেই চরিত্রে খ্রীষ্টের চরিত্র প্রতিফলিত করতে পারে না। তাদের পথে যদি কোন আলোই না থাকত, তবে হয়ত ঈশ্বরের অনুগ্রহ সহায় হত; কিন্তু দীর্ঘদিন যাবৎ আলো ঘৃণা করার পর, পরিশেষে উঠিয়ে ফেলা হবে । PPBeng 189.3

    শিলাবৃষ্টির আঘাত ছিল ফরৌণের পরবর্ত্তী বিপদ। “অতএব তুমি এখন লোক পাঠাইয়া ক্ষেত্রে তোমার পশু... ত্বরায় আনাও; যে মানুষ ও পশু গৃহ মধ্যে আনিত না হইয়া ক্ষেত্রে থাকিবে, তাহাদের উপরে শিলাবৃষ্টি হইবে, আর তাহারা মরিবে।” যে ধরণের শিলাবৃষ্টির ভবিষ্যদ্বাণী করা হল সেরূপ আর কখনও দেখা যায়নি। খবর দ্রুত ছড়িয়ে পড়ল, এবং যারা সদাপ্রভুর বাক্যে বিশ্বাস করল তারা নিজ নিজ পশু ঘরে আনল, আর যারা বিশ্বাস করল না তারা সেগুলিকে মাঠেই রেখে দিল। এই ভাবে বিচারের মধ্যেও ঈশ্বরের অনুগ্রহ বর্ষিত হল, আর কতজন ঈশ্বরকে ভয় করে তাও প্রমাণিত হল। PPBeng 189.4

    বজ্র, শিলা ও আগুন মিশ্রিত ঝড় আসল। “এরূপ শিলাবৃষ্টি মিসর দেশে রাজ্য স্থাপনাবধি কখনও হয় নাই । তাহাতে সমস্ত মিসর দেশের ক্ষেত্রস্থ মনুষ্য ও পশু সকলই শিলা দ্বারা আহত হইল, ও ক্ষেত্রের সমস্ত ওষধি শিলাবৃষ্টি দ্বারা আহত হইল, আর ক্ষেত্রের সমস্ত বৃক্ষ ভগ্ন হইল।” ধ্বংস সাধনকারী দূতগণের পথ সর্বনাশে ও নিরানন্দে পরিপূর্ণ হল । শুধু গোশন প্রদেশে শিলাবৃষ্টি হইল না ৷ PPBeng 190.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents