Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৫২—বার্ষিক আনন্দের ভোজ

    ইস্রায়েলরা ভয়ঙ্কর যোদ্ধা জাতিসমূহ দ্বারা পরিবেষ্টিত ছিল, যারা তাদের জমি দখল করার জন্য উদ্গ্রীব ছিল; তথাপি যারা ভ্রমণ করতে সক্ষম ছিল তাদের প্রত্যেককে বাড়ী ছেড়ে বসরে তিনবার দেশের মধ্য স্থলে সমবেত হতে আদেশ করা হয়েছিল। তখন তাদের গৃহ ও পরিজনের উপর চড়াও হয়ে তাদের সমস্ত কিছু আগুন ও খড়্গগ দ্বারা ধ্বংস করা হতে তাদের শত্রুগণকে কিসে বিরত রাখতে পারত? আর ইস্রায়েলদের বন্দি করার জন্য একটি আক্রমণ রচনা করা হতেই বা কি তাদের বিরত করতে পারত? PPBeng 386.1

    ঈশ্বর তাঁর লোকদের রক্ষা করার প্রতিশ্রুতি করেছিলেন। “আমি তোমার সীমা বিস্তার করিব, এবং তুমি বসরের মধ্যে তিন বার আপন ঈশ্বর সদাপ্রভুর উপস্থিত হইবার জন্য গমন করিলে তোমার ভূমিতে কেহ লোভ করিবে না।” যাত্রপুস্তক ৩৪:২৪ । PPBeng 386.2

    এই ভোজগুলির প্রথমটি, নিস্তার পর্ব্বের ভোজ উদযাপিত হয়েছিল, আবিব মাসে অর্থা যিহুদীদের প্রথম মাসে, যা মার্চ মাসের শেষের দিকে ও এপ্রিল মাসের প্রথম দিকে পড়ে। শীতকালের ঠান্ডার তখন অবসান হয়ে গিয়ে থাকে, শেষ বর্ষণও থেমে যায় এবং প্রকৃতি বসন্তের আগমনে সতেজ ও সুন্দর হয়ে উঠে। পাহাড়ের পাদদেশে ও উপত্যকায় নূতন সবুজ ঘাস দেখা দেয়, এবং বন্য ফুলের সমারোহ মাঠকে উজ্জ্বল করে তোলে । শুক্ল পক্ষের ক্রমবর্ধমান চাঁদ সন্ধ্যালগ্নকে করে তোলে মনোরম। PPBeng 386.3

    সারা দেশ থেকে দল বেধে তীর্থযাত্রীরা ছুটতে থাকে যিরূশালেমের দিকে। রাখালরা, পশুপালকগণ, গালীল সাগরের জেলেরা, মাঠের কৃষকেরা, এবং ভাববাদীদের বিদ্যালয় হতে শিক্ষার্থীরা প্রত্যেকেই তাদের যাত্রা সেই PPBeng 386.4

    দিকে শুরু করে যেখানে ঈশ্বরের উপস্থিতি প্রকাশ হয়েছিল। অনেকে চলে পদব্রজে। পবিত্র নগরে পৌঁছার পূর্ব মুহূর্তে তীর্থযাত্রীসমূহ বৃহদাকার ধারণ করে। PPBeng 386.5

    প্রকৃতির আনন্দ ইস্রায়েল-সন্তানদের মনেও আনন্দ সঞ্চারিত করে। যীহোবার (ঈশ্বরের) মহত্ব বর্ণনা করে সকলে যিহূদীদের গীত গেতে শুরু করে । তূরীর সংকেত ধ্বনির সাথে করতালের তালে তালে হাজার কন্ঠে ধন্যবাদের ধ্বনি উদ্বেলিত হয়ে উঠে : PPBeng 387.1

    “আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল,
    চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”
    PPBeng 387.2

    গীতসংহিতা ১২২:১।

    যখন তারা তাদের চতুর্দিকের পাহাড়সমূহ দেখল যেখানে পৌত্তলিকরা তাদের দেব-দেবতার বেদীতে আগুন দিত, ইস্রায়েলরা গেয়ে উঠল : PPBeng 387.3

    “আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব;
    কোথা হইতে আমার সাহায্য আসিবে?
    সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে,
    তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।”
    PPBeng 387.4

    গীতসংহিতা ১২১:১, ২।

    পবিত্র নগরের দৃশ্য পথের চতুর্দিকের পাহাড় হতে যে অগণিত আরাধনাকারীর সর্পিল পথ বেয়ে ধর্মধামের দিকে এগিয়ে চলছিল, তারা তাদের দিকে সম্মানসূচক দৃষ্টি দিল। যখন আরাধনা শুরু করার জন্য লেবীয়দের তূরীধ্বনি তারা শুনতে পেল, তখন তারা সেইক্ষণের অনুপ্রেরণা দ্বারা প্রভাবিত হয়ে গেয়ে উঠল: PPBeng 387.5

    “সদাপ্রভু মহান ও অতীব কীৰ্ত্তনীয়,
    আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্বতে ।
    রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্দস্থল,
    উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্বত, মহান রাজার পুরী।”

    গীতসংহিতা ৪৮:১, ২।

    “আমার জন্য ধার্মিকতার দ্বার সকল খুলিয়া দেও;
    আমি তাহা দিয়া প্রবেশ করিব, সদাপ্রভুর স্তব করিব।”

    গীতসংহিতা ১১৮:১৯।

    যিরূশালেমের প্রত্যেকটি গৃহের দ্বারই ভ্রমণকারীদের নিকট খুলে দেয়া হয় এবং বিনামূল্যেই তাদের থাকার জন্য কামরা সরবরাহ করা হয়। ইহার পরও পর্যাপ্ত জায়গা হল না ফলে শহরের প্রত্যেক খালি জায়গায় নিকটবর্তী পাহাড়ে তাঁবু খাটাতে হল । PPBeng 388.1

    মাসের চৌদ্দ তারিখ সন্ধ্যায় নিস্তারপর্ব্ব উদযাপিত হল, এর গাম্ভীর্যপূর্ণ ও জাক্‌ক্জমকপূর্ণ অনুষ্ঠান ছিল মিসরের বন্দীত্ব হতে মুক্তির স্মারক, ও পাপের বন্দীত্ব হতে মুক্তির জন্য যে বলি দেয়া হবে তার নির্দেশক। যখন মুক্তিদাতা কালভেরীতে তার জীবন দান করলেন, তখন নিস্তার পর্ব্বের গুরুত্বের সমাপ্তি হল, এবং এর নিস্তার পর্ব্ব যে ঘটনার প্রতীক ছিল সেই ঘটনার স্মারকরূপে সদাপ্রভুর প্রভুর ভোজের অনুষ্ঠান প্রচলন করা হল । PPBeng 388.2