Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    কারাগারে যোষেফ

    কিন্তু যোষেফের চরিত্র অন্ধকার গহবরেও উজ্জ্বল হয়ে ফুটে উঠল। বহু বৎসরের বিশ্বস্ততা সহকারে কাজের প্রতিফলরূপে সে পেল নিষ্ঠুর ব্যবহার, তবুও তা তাকে তিক্ত বা অবিশ্বস্ত ব্যক্তিতে পরিণত করতে পারে নি। তার মনে শান্তি ছিল এবং সে তার বর্তমান অবস্থা ঈশ্বরের হাতে ছেড়ে দিল। সে তার নিজের প্রতি অন্যায় আচরণের বিষয়ে বেশী চিন্তা না করে অন্যের কষ্ট লাঘব করতে চেষ্টা করতে লাগল । কারাগারেও সে কোন না কোন কাজ পেত। একটি বৃহত্তর দায়িত্বের জন্য ঈশ্বর তাকে যাতনার স্কুলে শিক্ষা দিচ্ছিলেন, এবং সে সেই প্রয়োজনীয় শিক্ষার প্রতি অবহেলা প্রদর্শন করল না। তিনি ন্যায় বিচার, সহানুভূতি, এবং দয়া সম্পর্কিত শিক্ষালাভ করলেন যা তাকে বিজ্ঞতা ও সহানুভূতির সহিত ক্ষমতার ব্যবহার করার জন্য প্রস্তুত করল । PPBeng 148.2

    ধীরে ধীরে যোষেফ কারারক্ষীর আস্থা অর্জন করলেন এবং পরিশেষে সমস্ত কয়েদীদের দেখা শোনার দায়িত্ব পেলেন। কারাগারে যে ভূমিকায় তিনি কাজ করলেন কষ্ট ও সমস্যা জর্জরিত লোকদের প্রতি সহানুভূতি দেখানো ও ন্যায় বিচার করা তা তার কাছে ভবিষ্য উন্নতি ও সম্মানের পথ খুলে দিল। দুঃখীদের প্রতি প্রতিটি সহানুভূতিশীল শব্দ, অত্যাচারীতদের প্রতি তাদের মুক্তির জন্য প্রতিটি কাজ, অভাবগ্রস্তদের প্রতিটি দয়ার দান, যদি উপযুক্ত ভাবে করা হয়, তবে দাতার প্রতি অনেক আশীর্বাদ বর্ষিত হবে। PPBeng 148.3

    রাজার প্রধান রুটি প্রস্ত্ততকারী ও প্রধান মোদক অন্যায় কাজের জন্য কারাগারে প্রেরিত হল এবং তারা যোষেফের অধীনে ন্যস্ত হল। একদিন প্রাতে তাদের উভয়কেই বিমর্ষ দেখতে পেয়ে, তিনি সহানুভূতির সহিত কারণ জানতে চাইলে তাকে বলা হল যে উভয়েই এক অদ্ভুত স্বপ্ন দেখেছে, এবং এই স্বপ্নের অর্থ তারা জানতে চায়। যোষেফ বললেন যে, “অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? বিনয় করি, স্বপ্ন-বৃত্তান্ত আমাকে বলুন।” PPBeng 148.4

    উভয়ে তাদের স্বপ্ন বললে যোষেফ তার অর্থ বলে দিলেন । তিন দিনের মধ্যে পানপাত্রবাহক তার পুরানো পদে বহাল হবেন এবং পূর্বের মতই ফরৌণকে পান-পেয়ালা দান করবেন, কিন্তু প্রধান মোদক রাজার আদেশে প্রাণ হারাবে। উভয় ঘটনাই যে ভাবে বলা হয়েছিল ঠিক সেই ভাবেই ঘটল। রাজার পানপাত্রবাহক তার স্বপ্নের আনন্দবাহী অর্থ দান ও অন্যান্য দয়ার্দ্র কাজের জন্য যোষেফের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করল। বিনিময়ে যোষেফ তার প্রতি যে অবিচার করা হয়েছে, তার কথা যেন রাজার কাছে উঠানো হয়। তিনি বললেন, “আমাকে স্মরণে রাখিবেন, এবং আমার প্রতি দয়া করিয়া ফরৌণের কাছে আমার কথা বলিয়া আমাকে এই গৃহ হইতে উদ্ধার করিবেন। কেননা ইব্রীয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে; আর এ স্থানেও আমি কিছুই করি নাই, যাহার জন্য এই কারাকূপে বন্ধী হই”। PPBeng 149.1

    প্রধান পানপাত্রবাহকের স্বপ্ন হুবহু পূর্ণ হল; কিন্তু রাজকীয় অনুগ্রহ লাভ করার পর সে তার উপকারীর কথা সম্পূর্ণ ভুলে গেল । পরবর্ত্তী দু'বছর যোষেফ কয়েদীর জীবন যাপন করলেন। যে প্রত্যাশা তার হৃদয়ে জ্বলে উঠেছিল, তা ধীরে ধীরে নিবে গেল, এবং অন্যান্য সমস্ত কষ্ট ও পরীক্ষার সাথে যুক্ত হলো অকৃতজ্ঞতার তিক্ত জ্বালা । PPBeng 149.2

    কিন্তু একটি স্বর্গীয় হস্ত কারাগারের দরজা উন্মুক্ত করতে উদ্যত হল । মিসরের রাজা একই রাতে দুটি স্বপ্ন দেখলেন, তার মনে হচ্ছিল যে দু'টি স্বপ্নই কোন একটি মহাবিপদের পূর্বাভাস দিচ্ছিল। যাদুকর ও জ্ঞানীরা এর কোন ব্যাখ্যা দিতে সক্ষম হলেন না। রাজার উৎকণ্ঠা ও বিহবলতা বৃদ্ধি পেল, এবং সম্পূর্ণ রাজ প্রাসাদে ভিতি ছড়িয়ে পড়ল। এই উত্তেজনার মধ্যে পানপাত্রবাহকের মনে পড়ল তার নিজ স্বপ্নের কথা; আর এরই সঙ্গে যোষেফের কথাও তার বিস্মৃতি ও অকৃতজ্ঞাতার কথাও তার স্মরণ হল । সে তৎক্ষণাৎ তার নিজের ও প্রধান মোদকের স্বপ্নে যা একজন যিহূদী কয়েদী ব্যাখ্যা করেছিল এবং যা হুবহু বাস্তবায়িত হয়েছে তা রাজাকে জানাল। রাজার জন্য একজন ভৃত্যের সহিত পরামর্শ করা অবমাননাকর ছিল, কিন্তু উকণ্ঠিত মনের সান্ত্বনার জন্য তিনি তা করতে প্রস্তুত ছিলেন। অতএব, যোষেফের জন্য তক্ষণা লোক পাঠান হল, তিনি কয়েদীর পোশাক পরিবর্তন করলেন এবং রাজার সম্মুখে উপস্থিত হলেন । PPBeng 149.3

    “তখন ফরৌণ যোষেফকে বলিলেন, “আমি একটি স্বপ্ন দেখিয়াছি, তাহার অর্থ করিতে পারে, এমন কেহই নাই। কিন্তু তোমার বিষয়ে আমি শুনিয়াছি যে, তুমি স্বপ্ন শুনিলে অর্থ করিতে পার।” যোষেফ ফরৌণকে উত্তর করিলেন, “তাহা আমার অসাধ্য, ঈশ্বরই ফরৌণকে মংগলযুক্ত উত্তর দিবেন।” যোষেফ বিনম্রতার সহিত তিনি যে কোন উন্নত জ্ঞানের অধিকারী তা অস্বীকার করলেন । শুধু ঈশ্বরই এই সমস্ত গুপ্ত রহস্য ব্যাখ্যা করতে পারেন । PPBeng 150.1

    ফরৌণ তার স্বপ্ন বলতে আরম্ভ করলেন; “আর দেখ, নদী হইতে সাতটা হৃষ্টপুষ্ট সুন্দর গাভী উঠিল, ও খাগড়া বনে চরিতে লাগিল। সেগুলির পরে, দেখ, আর সাতটা কৃশ ও বিশ্রী সাতটা গাভী নদী হইতে উঠিল; আমি সমস্ত মিসর দেশে সে রকম বিশ্রী গাভী কখনও দেখি নাই। আর এই কৃশ ও বিশ্রী গাভীরা সেই পূর্বের হৃষ্টপুষ্ট সাতটা গাভীকে খাইয়া ফেলিল। কিন্তু তাহারা উহাদের উদরস্থ হইলে পর, উদরস্থ যে হইয়াছে এমন বোধ হইল না, কেননা ইহারা পূর্বেকার ন্যায় বিশ্রীই রহিল। তখন আমার নিদ্রা ভঙ্গ হইল । পরে আমি আর একটি স্বপ্ন দেখিলাম; আর দেখ, একটি বোঁটায় স্থুলাকার উত্তম সাতটি শীষ উঠিল। আর দেখ, সেগুলির পরে ম্লান, ক্ষীণ ও পূর্বীয় বায়ুতে শোষিত অন্য সাতটি শীষ উঠিল। আর এই ক্ষীণ শীষগুলি সেই উত্তম সাতটি শীষকে গ্রাস করিল।” এই স্বপ্ন আমি যাদুকরদিগকে বলিলাম, কিন্তু কেহই এর অর্থ আমাকে বলিতে পারিল না । PPBeng 150.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents