Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৩৬—মরু প্রান্তরে চল্লিশ বৎসর ইতঃস্তত ভ্রমণ

    চল্লিশ বৎসর পর্য্যন্ত ইস্রায়েলরা মরু প্রান্তরের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইলেন। কাদেশে তারা ঈশ্বরকে অস্বীকার করলেন। যেহেতু তারা তাঁর চুক্তির প্রতি অবিশ্বস্ত হয়েছিল, তাই তারা ঐ চুক্তির প্রতীক ত্বকচ্ছেদ অনুষ্ঠান লাভ করতে পারবে না । ক্রীতদাসত্বের দেশে ফিরে যাওয়ার তাদের আকাঙ্খা প্রমাণ করেছিল যে তারা স্বাধীনতা ভোগ করার অযোগ্য। এবং বন্দীত্ব থেকে মুক্তির স্মরণার্থে প্রতিষ্ঠিত নিস্তার পর্ব তারা পালন করতে পারবে না । PPBeng 286.1

    তথাপি সমাগম তাঁবুর মধ্যে যাজকত্বের কাজ প্রমাণ দিত যে ঈশ্বর তাঁর লোকদের সম্পূর্ণ পরিত্যাগ করেনি। এবং তাঁর অনুগ্রহ তখনও তাদের অভাব পূরণ করত। “তোমার সদাপ্রভু এই মহাপ্রান্তরে তোমার গমন তিনি জানেন; এই চল্লিশ বৎসর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবৰ্ত্তী আছেন। তোমার কিছুরই অভাব হয় নাই।” দ্বিতীয় বিবরণ ২:৭। এই নির্বাসন কালেও সদাপ্রভু ঈশ্বর ইস্রায়েলের তত্ত্ব নিয়েছিলেন: “আর তুমি শিক্ষা দিবার জন্য আপন মঙ্গলময় আত্মা তাহাদিগকে দান করিলে ।...প্রান্তরে...তাহাদের বস্ত্র জীর্ণ হইল না, ও তাহাদের পা ফুলিল না।” নহিমিয় ৯:২০,২১। আগামী প্রজন্মের জন্য মরুপ্রান্তর একটি শৃঙ্খলা বিধানকারীরূপে কাজ করছিল, যা ছিল প্রতিজ্ঞাত দেশে প্রবেশের পূর্ব-প্রস্তুতি। মোশি ঘোষণা করলেন, “মানুষ যেমন আপন পুত্রকে শাসন করে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তদ্রূপ শাসন করেন; অর্থাৎ তুমি তাঁহার আজ্ঞা পালন করিবে কি না, এই বিষয় তোমার মনে কি আছে জানিবার জন্য তোমাকে নত করেন। তিনি তোমাকে ক্ষুধার্ত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পূর্বপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন; যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না। কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয়, তাহাতেই মনুষ্য বাঁচে না।” দ্বিতীয় বিবরণ ৮:৫,২,৩। PPBeng 286.2

    “তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁহার শ্রীমুখস্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন; তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন, এবং পুরাকালের সমস্ত দিন তাহাদিগকে তুলিয়া বহন করিতেন।” যিশাইয় ৬৩:৯ ৷ PPBeng 286.3

    কোরহের বিদ্রোহ ইস্রায়েলদের চল্লিশ হাজার লোক ধ্বংসের কারণ হয়েছিল । আর কোন কোন বিছিন্ন ঘটনা ঈশ্বরের কর্তৃত্বের প্রতি একই ঘৃনার আত্মার উপস্থিতির প্রমাণ দিত । PPBeng 287.1

    এক সময় মিসর হতে ইস্রায়েলদের সহিত আগত মিশ্র জনতার এক ব্যক্তি তার নির্দ্ধারিত তাঁবুর জায়গা ছেড়ে দিয়ে ইস্রায়েলদের জন্য নির্ধারিত অংশে প্রবেশপূর্বক সেখানে তাঁবু খাটানোর অধিকার দাবী করল। তার সহিত তখন বিষয়টি বিচারকদের নিকট পেশ করা হলে তাদের রায় অন্যায়কারীর বিরুদ্ধে গেল। PPBeng 287.2

    এই সিদ্ধান্তে ক্রোধান্বিত হয়ে সে বিচারকদের অভিশাপ দিল ও ঈশ্বরের নামের নিন্দা করল। তাকে তৎক্ষণাৎ মোশির নিকট উপস্থিত করা হল । ঈশ্বরের ইচ্ছা না জানা পর্য্যন্ত তাকে বন্দী করে রাখা হল । ঈশ্বর নিজে দন্ডাদেশ জারী করলেন। স্বর্গীয় নির্দ্দেশে নিন্দুককে শিবিরের বাইরে আনা হয় প্রস্ত রাঘাতে মেরে ফেলা হয়। যারা এই পাপের সাক্ষী ছিল তারা তার মাথার উপর তাদের হাত রেখে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ দিল । তারপর তারাই তার উপর প্রথম পাথর মারল এবং যে সকল লোক দর্শকরূপে দাঁড়িয়ে ছিল পরে তারাও পাথর মেরে এই দন্ডাদেশ বহালে সহায়তা করল। PPBeng 287.3