Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বর ক্রীতদাসদের জাতিকে উন্নত করেন

    পর্বতে অবস্থান কালে মোশি যেখানে বিশেষভাবে ঈশ্বরের উপস্থিতি থাকবে সেই আরাধনার স্থান তৈরি করার জন্য বিভিন্ন নির্দ্দেশ লাভ করলেন। ঈশ্বরের আদেশ ছিল, “আর তাহারা আমার জন্য একটি ধর্ম্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব।” তৃতীয়বারের মত বিশ্রামদিন পালন করার আদেশ দেয়া হল; “আমার ও ইস্রায়েলসন্তানদিগের মধ্যে ইহা চিরস্থায়ী নিয়ম,” ঈশ্বর ঘোষণা করলেন, “যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের পবিত্রকারী সদাপ্রভু। অতএব, তোমরা বিশ্রামদিন পালন করিবে, কেননা তোমাদের জন্য সেই দিন পবিত্র; ... যে কেহ ঐ দিনে কাজ করিবে, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।” যাত্রাপুস্তক ৩১:১৭, ১৩, ১৪ PPBeng 220.2

    এখন থেকে লোকেরা রাজার ন্যায় তাঁহার উপস্থিতিতে সম্মান লাভ করবে। “আমি ইস্রায়েল সন্তানদিগের মধ্যে বাস করিব, ও তাহাদের ঈশ্বর হইব।” “এবং আমার প্রতাপে তাঁবু পবিত্রীকৃত হইবে।” যাত্রাপুস্তক ২৯:৪৫, ৪৩। PPBeng 220.3

    দাসদের জাতি হতে সকল জাতির উপরে উন্নীত হয়ে ইস্রায়েলরা এখন রাজার জন্য এক অতি মূল্যবান সম্পদে পরিণত হল। ঈশ্বর তাদের পৃথিবী হতে পৃথক করলেন, তিনি তাদের তাঁর আজ্ঞা ও ব্যবস্থার রক্ষণকারীতে পরিণত করলেন, আর তাদের মাধ্যমে মানবজাতীর মধ্যে তাঁর নাম জানাতে লক্ষ্য স্থির করলেন । এই ভাবে স্বর্গের আলো পৃথিবীকে আলোকিত করতে থাকবে। একটি ধ্বনি শোনা যাবে যে ধ্বনি সমস্ত জাতিকে পৌত্তলিকতা পরিত্যাগ করে এক জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে নির্দ্দেশ দেবে। যদি ইস্রায়েলরা তাদের বিশ্বাসে স্থির থাকে · ঈশ্বর তাদের রক্ষক হবেন, এবং তিনি তাদের অন্যান্য জাতির উপরে উন্নত করবেন । PPBeng 220.4