Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    তিনটি দুঃখময় দিন

    পরিশেষে অব্রাহাম তার ছেলেকে ডাকলেন এবং দূরের একটি পাহাড়ে বলিদান দেবার আদেশ সম্বন্ধে বললেন। ইস্হাক প্রায়ই তার পিতার সঙ্গে প্রার্থনা করতে যেতেন, তাই এতে তিনি বিস্মিত হলেন না। কাষ্ঠ প্রস্তুত হল ও গাধার উপরে রাখা হল, এবং দুজন দাসসহ তারা যাত্রা করলেন । PPBeng 96.1

    পিতা ও সন্তান নীরবে যাত্রা করতে থাকলেন, কূলপতি তার হৃদয়ের বোঝা নিয়ে চিন্তা করতে থাকলেন। তার চিন্তা গর্বিত, স্নেহময়ী মাতার দিকে ধাবিত হল, বিশেষ করে সেই দিনের দিকে যেদিন তিনি তার কাছে একা ফিরে আসবেন। তিনি জানতেন যে যখন ছুরি তার ছেলের জীবন নেবে তখন সেটি তার হৃদয়কেও ভেদ করবে। PPBeng 96.2

    ঐ দিন অব্রাহামের জীবনের অভিজ্ঞতার দীর্ঘতম দিন ধীরে ধীরে অবসান হল। তিনি ধ্যানের মাধ্যমে রাত্রি কাটালেন, এই প্রত্যাশা নিয়ে যে হয়ত কোন স্বর্গীয় বার্তাবাহক খবর দেবে যে যুবকটী অক্ষত ভাবে তার মার কাছে ফিরে যেতে পারে। কিন্তু তার নিপীড়িত হৃদয়ের জন্য কোন সান্ত্বনাই আসল না । PPBeng 96.3

    আর একটি দীর্ঘ দিন। অবমাননা ও প্রার্থনার আর একটি রাত্রি। যে আদেশ তাকে সন্তানহীন করবে তা তার কাণে বাজতে থাকল। শয়তান নিকটে থেকে কাণে কাণে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টির চেষ্টা করল, কিন্তু অব্রাহাম তার পরামর্শ প্রতিরোধ করলেন। PPBeng 96.4

    তৃতীয় দিনে যখন তারা যাত্রা শুরু করার জন্য প্রস্তুত, গোত্রপতি প্রতিজ্ঞাত চিহ্ন দেখতে পেলেন, একখন্ড উজ্জ্বল মেঘ মোরিয়া পর্বতের উপর বিচরণ করছিল। তিনি নিশ্চিত হলেন যে, যে ধ্বনি তার কাছে এসেছিল তা ঈশ্বরেরই ধ্বনি। PPBeng 96.5

    এখনও তিনি ঈশ্বরের বিরুদ্ধে কোন অভিযোগ জানালেন না। এই সন্তানকে অপ্রত্যাশিত ভাবে দান করা হয়েছে; যিনি এই মূল্যবান দান দিয়েছেন, তিনি কি তার দান ফিরিয়ে নিতে পারেন না? “ইস্হাকের মধ্য দিয়া তোমার বংশধরদের ডাকা হইবে” সমুদ্র কূলের ধূলিকণার মত অসংখ্য বংশধর! ইস্হাকও এক অলৌকিক ঘটনার সন্তান, আর যে শক্তি তাকে জীবন দিয়েছে সেই শক্তি কি তা পুনরায় দান করতে পারে না? অব্রাহাম স্বর্গীয় বাক্যের মর্ম বুঝতে পারলেন, ঈশ্বর মৃতদের মধ্যে হতেও উত্থাপন করতে সমর্থ। ইব্রীয় ১১:১৯। PPBeng 96.6

    তথাপি ঈশ্বর ছাড়া কেউ বুঝতে পারে না যে নিজ পুত্রকে হত্যা করা পিতার জন্য কত বড় বলিদান। অব্রাহাম কামনা করলেন যে ঈশ্বর ছাড়া কেউ যেন এই শেষ বিদায়ের দৃশ্য না দেখে। তিনি দাসকে এই বলে পেছনে রেখে এলেন, “আমি ও যুবক আমরা ঐ স্থানে গিয়ে ঈশ্বরের প্রণিপাত করি।” PPBeng 97.1

    ইস্হাকের কাঁধে কাঠের বোঝা রাখা হল, পিতা খড়্গগ ও আগুন নিলেন, এবং একত্রে তারা পাহাড়ের চূড়ার দিকে চললেন। অবশেষে যুবক প্রশ্ন করল, “হে আমার পিতঃ...এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্ত মেষশাবক কোথায়?” PPBeng 97.2

    এটা কত কঠিন পরীক্ষা! কি মমতা-ভরা ডাক, “হে আমার পিতঃ”। এই সম্বোধন অব্রাহামের হৃদয় ভেদ করল। কিন্তু এখনো নয়, এখনো তাকে বলা চলবে না। তিনি বললেন, “বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন ।” PPBeng 97.3

    নির্দিষ্ট স্থানে তারা যজ্ঞবেদী তৈরী করলেন, এবং এর উপরে কাষ্ঠ রাখলেন। তারপর কম্পিত স্বরে অব্রাহাম স্বর্গীয় আদেশ তুলে ধরলেন। PPBeng 97.4