Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    তাদের দাবী বিদ্রোহে পরিণত হয়

    ভীত লোকেরা ঈশ্বরের নিকট মিনতির জন্য মোশিকে নিয়ে আসল । তিনি অনুরোধ করলেন ও অগ্নি নির্বাপিত হল। রক্ষাপ্রাপ্তদের বিনম্র ও অনুশোচনাকারীতে রূপান্তরিত করার পরিবর্তে এই ভয়ঙ্কর শাস্তি যেন তাদের অধিকতর অভিযোগে পরিণত করল। চতুর্দিকের তাঁবু সমূহের দ্বার প্রান্তে শোকার্ত ও ক্রন্দনরত লোকদের দেখা গেল। “আর তাহাদের মধ্যবর্তী মিশ্রিত লোকেরা লোভী হইয়া উঠিল; আর ইস্রায়েলগণও পুনর্বার রোদন করিয়া বলিল, “কে আমাদিগকে ভক্ষণার্থে মাংস দিবে? আমরা মিসর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম, তাহা এবং সশা, খরবুজ, পরু, পলান্ড্রু ও লগুন মনে পড়িতেছে। এখন আমাদের প্রাণ শুষ্ক হইল; কিছুই নাই; আমাদের সম্মুখে এই মান্না ব্যতীত কিছু নাই।” — এরূপ কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও তাদের গোত্রগুলিতে কেউই দুর্বল ছিল না। PPBeng 267.1

    মোশির হৃদয় হতাশায় পূর্ণ হল। তাদের প্রতি গভীর প্রেমের জন্য তিনি চেয়েছিলেন যে তাদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার চেয়ে তার নামই যেন জীবন পুস্তক হতে মুছে ফেলা হয়। এমনই হল তাদের প্রতি উত্তর। তাদের সমস্ত কঠিন অবস্থা, এমনকি তাদের কল্পিত কষ্টভোগও তারা মোশির উপর চাঁপিয়ে দিল । এই দুঃখের মুহূর্তে তারা ঈশ্বরকে অবিশ্বাস করার মত অবস্থা হয়েছিল। তার প্রার্থনা প্রায় একটি অভিযোগ ছিল: “তুমি কি নিমিত্ত আপন দাসকে এত ক্লেশ দিয়াছ? তুমি এই সকল লোকের ভার (কেন) আমার উপরে দিতেছ?...ইহারা ত আমার কাছে রোদন করিয়া বলিতেছে, আমাদিগকে মাংস দেও, আমরা খাইব। এত লোকের ভার সহ্য করা একাকী আমার অসাধ্য; কেননা তাহা আমার শক্তির অতিরিক্ত। PPBeng 267.2

    সদাপ্রভু তার প্রার্থনা শুনলেন এবং তাকে নিৰ্দ্দেশ দিলেন যেন তিনি পরিপক্ক, বুদ্ধিমান ও অভিজ্ঞ সত্তর জনকে একত্রিত করেন যারা তার সহিত দায়িত্ব বহন করবে। বিদ্রোহ দমনে তাদের প্রভাব সহায়ক হবে, কিন্তু তাদের পদোন্নতির জন্যও পরিশেষে কঠিন বিপদ সৃষ্টি হবে। ঈশ্বরের শক্তি ও তাঁর মাহাত্বের যে প্রমাণ তিনি পেয়েছিলেন তার অনুপাতে যদি মোশি বিশ্বাস প্রদর্শন করতেন তবে ঐ সত্তর জনকে মনোনয়ন করা হত না। যদি তিনি পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করতেন, তবে সদাপ্রভু তাকে অনবরত পরিচালনা দিতেন এবং প্রত্যেক বিপদ মোকাবেলার শক্তি ও দক্ষতা দান করতেন। মোশি সত্তর জন প্রাচীনকে মনোনয়ন ঘোষণা করলেন। এই মনোনীত লোকদের উপর দায়িত্ব অর্পণের মুহূর্তে মহান নেতার ভাষা বর্তমানকালের বিচারক ও আইন প্রণয়নকারীদের ন্যায় বিচারের একটি দৃষ্টান্ত হতে পারে; “তোমরা তোমাদের ভ্রাতাদের কথা শুনিয়া বাদীর ও তাহার ও ভ্রাতার কি সহবাসী বিদেশীর মধ্যে ন্যায় বিচার করিও। তোমরা বিচারে কাহারও মুখাপেক্ষা করিবে না। সমভাবে ক্ষুদ্র ও মহান্ উভয়ের কথা শুনিবে; মনুষ্যের মুখ দেখিয়া ভয় করিবে না, কেননা বিচার ঈশ্বরের” দ্বিতীয় বিবরণ ১:১৬, ১৭। PPBeng 267.3

    “আর সদাপ্রভু মেঘে নামিয়া তাঁহার উপরে ছিলেন, তাঁহার কিয়দাংশ লইয়া সেই সত্তর জন প্রাচীনের উপরে আশ্রয় করাইলেন; তাহাতে আত্মা তাঁহাদের উপরে আশ্রয় করিলে তাহারা ভাবোক্তি প্রচার করিলেন, কিন্তু তাহার পরে আর করিলেন না।” পঞ্চাশপ্তমীর দিন ঠিক শিষ্যরা যে ভাবে “ঊর্ধ্ব হইতে ক্ষমতা” পেয়েছিলেন, তারাও ঠিক সে ভাবের ক্ষমতা পেলেন। সমস্ত লোকের সাক্ষাতে এই প্রাচীনদের সম্মানিত করার জন্য সদাপ্রভু ইচ্ছা করেছিলেন, যেন তাদের উপর লোকদের আস্থা স্থাপিত হয় । PPBeng 268.1

    সমুদ্র হতে এক প্রচন্ড বায়ু-প্রবাহ অনেক ভারুই পাখী নিয়ে এল “শিবিরের চারিদিকে এ পার্শ্বে একদিনের পথ, ওপার্শ্বে একদিনের পথ পর্য্যন্ত ফেলিল, সেগুলি ভূমির উপরে দুই হাত ঊর্ধ্ব হইয়া রহিল।” PPBeng 268.2

    যে খাদ্য অলৌকিক ভাবে প্রদান করা হল লোকেরা তা সমস্ত দিন, সমস্ত রাত্রি ও তার পরের দিন পর্যন্ত সংগ্রহ করল। প্রচুর পরিমাণ খাদ্য সংগৃহিত হল। যা কিছু বর্তমানের প্রয়োজনের অতিরিক্ত ছিল তা শুকিয়ে ভবিষ্যতের জন্য রক্ষিত হল, যেন যেরূপ প্রতিজ্ঞা করা হয়েছিল এই খাদ্য এক মাসের জন্য পর্যাপ্ত ছিল। যেহেতু তারা এর জন্য অনবরত আকাঙ্খা করেছিল, সদাপ্রভু লোকদের তাই দিলেন যা তাদের জন্য সর্বোত্তম ছিল না। তাই তাদের এর পরিমাণ ভোগের জন্য ছেড়ে দেয়া হল। তারা অসংযত ভাবে ভোজে মত্ত থাকল এবং তাদের আতিশয্যের শাস্তি তাদের উপর দ্রুত নেমে এল । “সদাপ্রভু লোকদিগকে ভারী মহামারী দ্বারা আঘাত করিলেন।” যে খাদ্যের জন্য তারা অতিরিক্ত আকাঙ্খা করেছিল তার জন্য যারা অধিক দোষী ছিল তাদের তাৎক্ষণিক ভাবে আঘাত করা হল। PPBeng 268.3

    ভাবেরার পরবর্তী অবস্থান হৎসেরোতে মোশির জন্য আরো তিক্ত হতাশা অপেক্ষা করছিল। হারোণ ও মরিয়ম ইস্রায়েলদের নেতাদের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। যিহুদীদের মুক্তিদানকালে তারা উভয়েই মোশির সহিত জড়িত ছিলেন। গান ও বাদ্যে অত্যন্ত দক্ষতা সম্পন্ন হওয়ায় মরিয়ম লোহিত সাগরের তীরে ইস্রায়েলদের স্ত্রীলোকদের লোহিত সাগরের পারের নৃত্য-গীতে নেতৃত্ব দিয়েছিলেন। লোকদের ভালবাসা লাভে ও স্বর্গ থেকে সম্মান প্রাপ্তিতে তিনি মোশি ও হারোণের পরবর্তী স্থানে অবস্থান করছিলেন । PPBeng 268.4

    কিন্তু সত্তরজন প্রাচীন মনোনয়ন করার সময় হারোণ ও মরিয়মের সাথে কোনরূপ পরামর্শ করা হয় নি। ফলে মোশির বিরুদ্ধে তাদের ঈর্ষা জাগরিত হয়ে উঠে। তারা মনে করলেন যে তাদের সম্মান ও অধিকারকে অবহেলা করা হয়েছে। তারা ভাবলেন যে মোশির সহিত তারা সমভাবে নেতৃত্বের ভার বহন করছেন এবং আরো ভাবলেন যে অতিরিক্ত সহকর্মী নিয়োগ নিষ্প্রয়োজন ছিল । PPBeng 269.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents