Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    যাকোব যোষেফের সন্তানগণকে পরিবারে গ্রহণ করেন

    আর একটি বিষয়ের প্রতি মনোযোগ দেয়া প্রয়োজন ছিল যোষেফের সন্তানগণকে ইস্রায়েলের সন্তানগণের মধ্যে পরিণত করা। যোষেফ তার পিতার সাথে শেষ দেখার সময় তার দুই ছেলে, মনঃশি ও ইফ্রয়িমকে সাথে নিয়ে আসেন। এই দুই যুবক তাদের মায়ের মাধ্যমে মিসরীয় যাজকত্বের উচ্চতম পদের সহিত সম্পর্কিত ছিল; এবং তাদের পিতার অবস্থান তাদের অনেক ঐশ্বর্য্য ও মর্য্যাদাশালী করেছিল; সুতরাং ইচ্ছা করলেই তারা মিসরীয়দের সাথে এক হয়ে যেতে পারত। কিন্তু যোষেফের ইচ্ছা ছিল যে, তারা যেন তাদের নিজের লোকদের সাথে এক হয়। তিনি প্রতিজ্ঞাকৃত চুক্তির প্রতি তার বিশ্বাস এই ভাবে প্রমাণ করলেন যে, তিনি তার ছেলেদের মিসরের সমস্ত সম্মান ও গৌরব ত্যাগ করে, তিনি তার ছেলেদের সেই ঘৃণিত, শেষপালক উপজাতির মধ্যে স্থান নিতে উৎসাহিত করলেন, যে উপজাতির নিকট ঈশ্বরের দৈববাণী গচ্ছিত ছিল । PPBeng 163.1

    যাকোব বললেন, “আর মিসরে তোমার কাছে আমার আসিবার পূর্বে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মিয়াছে, তাহারা আমারই, রূবেণ ও শিমিয়োনের ন্যায় ইফ্রয়িম ও মনঃশি আমারই হইবে।” তারা তার নিজ বংশরূপে গৃহীত হবে এবং দুই পৃথক উপজাতির প্রধান হবে। তারা যখন নিকটে আসিল, তখন গোত্রপতি তাদের আলিঙ্গন করলেন ও তাদের মাথায় হাত রেখে তাদের শেষ আশীর্বাদ করলেন। তার আশীর্বাদ এরূপ ছিল, “সেই ঈশ্বর যাহার সাক্ষাতে আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইস্হাক গমনাগমন করিতেন। সেই ঈশ্বর যিনি প্রথম হইতে আজ পর্য্যন্ত পালন করিয়া আসিতেছেন সেই দূত যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন। তিনিই এই বালক দুইটিকে আশীর্বাদ করুন। অতীতের দুঃখ ভরা দিনগুলির জন্য কোন অভিযোগ নাই। এর পরীক্ষা ও কষ্ট তাদের বিরুদ্ধে ছিল বলে গণ্য করা হল না। তার স্মরণে আসল সেই ঈশ্বরের প্রেম পূর্ণ দয়া ও আশীর্বাদের কথা যে ঈশ্বর গোত্রপতির সম্পূর্ণ যাত্রার সময় তার সঙ্গী ছিলেন। PPBeng 163.2

    তার সকল সন্তানেরা তার মৃত্যু শয্যার চতুর্দিকে একত্রিত হল। এবং যাকোব তার ছেলেদের ডেকে বললেন, “তোমরা একত্র হও, উত্তরকালে তোমাদের প্রতি যাহা ঘটিবে, তাহা তোমাদিগকে বলিতেছি।” PPBeng 163.3