Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অব্রাহাম ভয় পান

    অব্রাহাম যতদূর সম্ভব দ্বন্দ্ব পরিত্যাগ, শান্তিপূর্ণ মানুষ হিসাবে বাস করতেন। যে ভয়ঙ্কর হত্যা যজ্ঞ তিনি দেখেছিলেন তা ভীতি সহকারে তার স্মরণে আসল। যে জাতির সৈন্যবাহিনীকে তিনি পরাজিত করেছিলেন তারা নিঃসন্দেহে আবার আক্রমণ করবে এবং তাকে তাদের প্রতিশোধের মুখ্য লক্ষ্যরূপে ধরে নেবে। অধিকন্তু, তিনি কনানের অধিকার তখনও পান নি এবং এখন আর তিনি তার উত্তরাধিকারীর প্রত্যাশা করতে পারেন না যে উত্তরাধিকারীর মাধ্যমে ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হতে পারে। PPBeng 85.3

    রাত্রিকালীন এক স্বপ্নে আবার স্বর্গীয় বাণী শুনা গেল। “আব্রাম (পিতৃদত্ত নাম), ভয় করিও না, আমিই তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার।” কিন্তু কি ভাবে চুক্তির প্রতিজ্ঞা পূরণ করা হবে যখন কোন পুত্র-সন্তান দান থেকে তাকে বঞ্চিত করা হল? তিনি বললেন, “তুমি আমাকে কি দিবে? আমি ত নিঃসন্তান হইয়া প্রয়াণ করিতেছি, আমার গৃহজাত... একজন আমার উত্তরাধিকারী হইবে।” তার বিশ্বস্ত দাস ইলীয়েষরকে দত্তক-পুত্ররূপে গ্রহণ করে তার উত্তরাধিকারী নিয়োগের জন্য তিনি প্রস্তাব দিলেন। কিন্তু তাকে আশ্বস্ত করা। হল যে তার আপন পুত্রই তার উত্তরাধিকারী হবে। পরে তাকে তারকাজ্জ্বল আকাশের দিকে চক্ষু তুলে তাকাতে বলা হল, এবং এই বাক্য বলা হল, “এইরূপে তোমার বংশ হইবে।” “অব্রাহাম ঈশ্বরের উপর বিশ্বাস করিলেন, এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল।” রোমীয় ৪:৩। PPBeng 85.4

    সদাপ্রভু সবিনয়ে তাঁর সন্তানদের সহিত চুক্তিতে আবদ্ধ হতে রাজী হলেন । কনান দেশ স্থাপিত হওয়ার পূর্বে তার পরবর্ত্তী বংশধরদের কষ্ট ভোগের প্রতি ইঙ্গিত করে এবং প্রতিজ্ঞাত দেশের অধিকার শীঘ্র পাওয়ার প্রত্যাশা না করার জন্য আদেশ দান করে ঈশ্বরের বাণী শোনা গেল। যীশু খ্রীষ্টের মৃত্যু, যা হল বৃহত্তম ত্যাগ ও তার গৌরবময় পুনরাগমনের মাধ্যমে যে পরিত্রাণের পরিকল্পনা রয়েছে তা তার (অব্রাহামের) কাছে তুলে ধরা হল। প্রতিজ্ঞার পরিপূর্ণতাস্বরূপ পৃথিবী যে আবার আপন বাগানের মত সৌন্দর্য্যে পুনঃ প্রতিষ্ঠিত করা হবে এবং তা একটি চিরন্তন অধিকার হিসাবে দান করা হবে, তাও অব্রাহাম দেখতে পেলেন। PPBeng 86.1

    অব্রাহাম কনানে প্রায় পঁচিশ বৎসর যাপন করার পর সদাপ্রভু তার সামনে উপস্থিত হলেন এবং বললেন, “আমিই তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহুজাতির আদিপিতা হইবে।” আর এই চুক্তির পরিপূর্ণতার চিহ্ন-স্বরূপ তার নাম অব্রামের পরিবর্তে অব্রাহাম, “বহু লোকের পিতা” করা হল। সারীর (স্ত্রী সারী আসল নাম) নাম পরিবর্তন করে সারা “রাণী” করা হল কারণ “সে জাতিগণের (আদি মাতা) হইবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে।” PPBeng 86.2

    ঈশ্বর যে তাদের তার নিজস্ব সম্পদে পরিণত করেছেন এবং তারা যে পৌত্তলিকদের থেকে পৃথক তার চিহ্ন-স্বরূপ এই সময় আব্রাহামকে ত্বকছেদের নিয়ম দেয়া হল। তারা যেন পৌত্তলিক জাতির সহিত কোন বিয়ের চুক্তিতে আবদ্ধ না হয়, কেননা তা করা হলে তারা অন্যান্য জাতির পাপপূর্ণ জীবন যাপন পদ্ধতি গ্রহণ করতে পারে এবং প্রলোভনের মাধ্যমে নিজেরাও পৌত্তলিক জাতিতে পরিণত হতে পারে। PPBeng 86.3