Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বিশ্বের জন্য পাঠ্য পুস্তক

    যে বলি অব্রাহামের নিকট দাবী করা হয়েছিল, তা শুধু তার অথবা পরবর্ত্তী বংশধরদের ভালর জন্য নয়; এটা স্বর্গ ও অন্যান্য বিশ্বের ধার্মিক ও বুদ্ধিমানদের জন্য ও একটি শিক্ষার বিষয় ছিল। যে ক্ষেত্রে পরিত্রাণ পরিকল্পনা কার্য্যকর করা হয় তা সমস্ত সৃষ্টির জন্যই একটি শিক্ষণীয় বিষয়। যেহেতু অব্রাহাম বিশ্বাসের দুর্বলতা প্রকাশ করেছিলেন, তাই শয়তান তাকে দূতগণের সামনেও ঈশ্বরের নিকট অভিযুক্ত করেছিল। ঈশ্বর সমস্ত স্বর্গীয় বাহিনীদের সামনে তাঁর পুত্রের বিশ্বস্ততা প্রমাণ করতে চেয়েছিলেন যেন এটা দেখানো যায় যা পূর্ণ বাধ্যতা ব্যতিরেকে অন্য কিছুই গ্রহণীয় নয়, এবং তাদের নিকট পরিত্রাণ পরিকল্পনা আরো পূর্ণরূপে প্রকাশ করতে চেয়েছিলেন। PPBeng 100.1

    আদমকে পরীক্ষা দেয়া হয়েছিল তাতে কোন কষ্টভোগ ছিল না; কিন্তু অব্রাহামকে যে আদেশ করা হল তাতে প্রচন্ড কষ্ট ভোগের মাধ্যমে বলিদান করতে হয়েছিল। সমস্ত স্বর্গীয় বাহিনী অবাক নেত্রে অব্রাহামের অটল বাধ্যতা লক্ষ্য করেছিল। অকম্পিত বাধ্যতা দেখছিল। শয়তানের অভিযোগ যে মিথ্যা ছিল তা প্রমাণ করা হল । ঈশ্বরের ব্যবস্থা সাক্ষ্য দিল যে বাধ্যতা পুরস্কৃত হবে। PPBeng 100.2

    যখন অব্রাহামকে তার সন্তানকে বলি দেবার আদেশ করা হল, তখন সমস্ত স্বৰ্গীয় বাহিনী এই আদেশ কাৰ্য্যকারীর প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত আগ্রহ সহকারে লক্ষ্য করছিলেন। পরিত্রাণের গূঢ় তত্ত্বের উপর আলো দান করা হয়েছিল, আর ঈশ্বর মানুষের পরিত্রাণের জন্য যে বিস্ময়কর পরিকল্পনা করেছিলেন, দূতগণও তা আরো স্বচ্ছভাবে বুঝতে পারলেন। ১ পিতর ১:১২ দেখুন । PPBeng 100.3