Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বর অবশালোমকে জ্ঞান দান করেন নি

    দায়ূদ যিরূশালেম পরিত্যাগ করার অব্যবহিত পরেই অবশালোম ইস্রায়েলদের শক্ত ঘাটিটি দখল করে নিলেন। নতুন রাজাকে অভ্যর্থনাকারীদের মধ্যে হৃশয় প্রথম ছিলেন, আর তার পিতার এই পুরানো বন্ধু ও পরিষদ তাকে স্বীকার করে নেয়ায় রাজপুত্র কৃতজ্ঞ হয়েছিলেন। অবশালোম কৃতকাৰ্য্যতায় নিশ্চিত ছিলেন। জাতির আস্থা ফিরিয়ে আনার জন্য তিনি হৃশয়কে তার আদালতে স্বাগত জানালেন । PPBeng 536.4

    অবশালোম এক বিশাল সৈন্যবাহিনী দ্বারা পরিবেষ্টিত ছিলেন, কিন্তু এই সৈন্যদল যুদ্ধ-অনভিজ্ঞ সৈন্য দ্বারা গঠিত ছিল । অহীথোফল জানতেন যে জাতির এক বৃহ অংশই তখনও দায়ূদের প্রতি বিশ্বস্ত ছিল; তিনি যুদ্ধে পরিপক্ষ সৈন্যদল দ্বারা বেষ্টিত ছিলেন এবং তাদের সেনা নায়করা ঝানু ও দক্ষ যোদ্ধা ছিল। অহীথোফল জানতেন যে নতুন রাজার প্রতি প্রাথমিক উসাহ প্রদর্শনের পর-পরই একটি প্রতিক্রিয়া হবে। যদিও বিদ্রোহ বিফল হয়, তবে অবশালোম তার পিতার সাথে সন্ধি করে নিতে পারেন। তাহলে তার প্রধান পরিষদ অহীথোফলই হবেন সর্বাধিক অপরাধী, আর তার উপরেই পড়বে কঠিনতম শাস্তি । PPBeng 536.5

    অবশালোম যেন পশ্চাৎ ফিরে যেতে না পারেন, তার জন্য অহীথোফল এমন একটি কাজের পরামর্শ দিলেন, যা পুনর্মিলন অসম্ভব করে তুলবে। PPBeng 537.1

    নারকীয় প্রতারণার সহিত এই নীতিহীন রাজনৈতিক অবশালোমকে যুক্তি দিলেন যে তিনি যেন বিদ্রোহের সহিত অজাচার (নিকট আত্মীয়ের সহিত ব্যভিচার) সংযুক্ত করেন। ইস্রায়েলদের গোচরে তিনি যেন তার পিতার উপপত্নীদের নিজ উপপত্নীতে পরিণত করেন যাতে সকলে জানতে পারে যে তিনি এখন তার পিতার ক্ষমতার অধিকারী। আর অবশালোম ঐ পরামর্শ অনুসারে কাজ করলেন। এই ভাবে দায়ূদের নিকট ঈশ্বরের যে বাণী ভাববাদী পৌছে দিয়েছিলেন তা পূর্ণ হল, “দেখ, আমি তোমার কুল হইতেই তোমার বিরুদ্ধে অমঙ্গল উপন্ন করিব, এবং তোমার সাক্ষাতে তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়কে দিব....বস্তুতঃ তুমি গোপনে এই কর্ম করিয়াছ, কিন্তু আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে ও সূর্য্যের সাক্ষাতে এই কার্য্য করিব।” ২ শমূয়েল ১২:১১, ১২। ঈশ্বর কিন্তু এই কাজ ঘটান নি, কিন্তু এই কাজ রোধ কল্পে তিনি তার ক্ষমতা ব্যবহার করেন নি। PPBeng 537.2

    অহীথোফল কোন স্বর্গীয় আলোর অধিকারী ছিলেন না, তা না হলে তিনি অজাচারকে বিদ্রোহের কৃতকার্য্যতার ভিত্তিমূলরূপে উপস্থাপন করতে পারতেন না। যদি ঈশ্বরের ক্ষমতা তাদের ষড়যন্ত্রকে নিষ্ফল না করে, তবে দুষ্টলোকেরা তাদের কুকর্মে কৃতকাৰ্য্য হয়। PPBeng 537.3

    তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার পর অহীথোফল অনুরোধ জানালেন, “আমি বারো সহস্র লোক মনোনীত করিয়া অদ্য রাত্রিতে উঠিয়া দায়ূদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাই, যখন তিনি শ্রান্ত ও শিথিলহস্ত হইবেন, সেই সময়ে হঠা তাঁহাকে আক্রমণ করিয়া ভয় দেখাইব; তাহাতে তাঁহার সঙ্গী সমস্ত লোক পলায়ন করিবে, আর আমি কেবল রাজাকে আঘাত করিব । এইরূপে সমস্ত লোককে তোমার পক্ষে আনিব।” যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হত, তবে দায়ূদ অবশ্যই নিহত হতেন। কিন্তু “সদাপ্রভু যে অবশালোমের প্রতি অমঙ্গল ঘটান, তজ্জন্য অহীথোফলের ভাল মন্ত্রণা ব্যর্থ করণার্থে সদাপ্রভুই ইহা স্থির করিয়াছেন।” PPBeng 537.4

    হূশয় পরামর্শ সভায় নিমন্ত্রণ পান নি। কিন্তু যখন সভা শেষ হল, অবশালোম, যিনি তার পিতার পরিষদের পরামর্শের প্রতি যথেষ্ট আস্থা রাখতেন, অহীথোফলের পরিকল্পনা হৃশয়ের নিকট উপস্থাপন করলেন। PPBeng 538.1

    হূশয় দেখতে পেলেন যে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তা হলে দায়ূদ পরাস্ত হবেন। “এইবার অহীথোফল ভাল পরামর্শ দেন নাই । হৃশয় আরো কহিলেন, আপনি আপন পিতাকে ও তাঁহার লোকদিগকে জানেন, তাঁহারা বীর ও তিক্তপ্রাণ এবং মাঠের হৃতবসা ভল্লুকীর তুল্য, আর আপনার পিতা যোদ্ধা, তিনি লোকদের সহিত রাত্রি যাপন করিবেন না। দেখুন, এখন তিনি কোন গর্তে কিংবা আর কোন স্থানে লুকাইয়া আছেন।” যদি অবশালোমের লোকেরা এখন দায়ূদের অনুসন্ধান করে তবে তারা রাজাকে বন্দি করতে পারবে না, আর যদি তারা পরাজিত হয় তবে তারা নিরুসাহিত হবে এবং অবশালোমের জন্য তা অত্যন্ত ক্ষতিকর হবে। তিনি বললেন, “কারণ সমস্ত ইস্রায়েল জানে যে, আপনার পিতা বিক্রমশালী, ও তাঁহার সঙ্গিগণ বীৰ্য্যবান লোক।” PPBeng 538.2