Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ক্ষমার চেয়েও অধিক

    দায়ূদের অনুতাপ আন্তরিক ছিল। তার অপরাধকে লাঘব করার কোন প্রচেষ্টা এতে ছিল না, বিচারের হাত হতে রক্ষা পাবার চেষ্টাও করা হয় নি তিনি তার অন্তরের হীনতা দেখতে পেয়েছিলেন। তিনি তার পাপকে ঘৃণা করেছিলেন। তিনি শুধু ক্ষমার জন্য প্রার্থনা করেন নি, কিন্তু তার অন্তরের পবিত্রতার জন্যও প্রার্থনা করেছিলেন। অনুতপ্ত পাপীর প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞার মধ্যে তিনি তার পাপের ক্ষমা এবং তাকে ঈশ্বরের পুনরায় গ্রহণ করা অনুধাবন করতে পেয়েছিলেন । “ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না” । গীতসংহিতা ৫১:১৭। PPBeng 528.1

    যদিও দায়ূদ পড়ে গিয়েছিলেন, কিন্তু সদাপ্রভু আবার তাকে তুলে ধরলেন। তার মুক্তির আনন্দে তিনি গেয়েছিলেন “আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম, “আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব’ তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে।” গীতসংহিতা ৩২:৫। দায়ূদ নত হলেন ও নিজ পাপ স্বীকার করলেন, কিন্তু শৌল সংশোধন করাকে ঘৃণা করেছিলেন এবং অনুতাপ না করে নিজ হৃদয়কে শক্ত করেছিলেন। PPBeng 528.2

    দায়ূদের ইতিহাসের এই অধ্যায় আমাদের কাছে মানুষের দ্বন্দ্ব ও প্রলোভনের একটি প্রকট দৃষ্টান্ত তুলে ধরে, এবং একটি আন্তরিক অনুতাপের ও পাপ স্বীকারের ছবিও তুলে ধরে। যুগ যুগ ধরে ঈশ্বরের সন্তানেরা যখন পাপ করেছেন, তখন দায়ূদের এই আন্তরিক অনুতাপ স্মরণ করেছেন, এবং সাহসের সহিত অনুতাপ করে আবার ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলতে চেষ্টা করেছেন। PPBeng 528.3

    যে কেউ দায়ূদের মত আপন হৃদয়কে নরম করবে এবং অনুতাপ ও স্বীকার করবে, সে নিশ্চিত হতে পারে যে তার জন্য পরিত্রাণের প্রত্যাশা রয়েছে। সদাপ্রভু আন্তরিক ভাবে অনুতপ্ত একটি হৃদয়কেও প্রত্যাহার করবেন না। PPBeng 528.4