Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ফরৌণের সৈন্যদের সমাপ্তি

    “পরে মিস্ত্রীয়রা, ফরৌণের সকল অশ্ব ও রথ এবং অশ্বারূঢ়গণ ধারবান হইয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রে প্রবেশ করিল। কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভে থাকিয়া মিস্ত্রীয়দের সৈন্যের উপরে দৃষ্টিপাত করিলেন, ও মিস্ত্রীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন।” PPBeng 201.1

    বজ্র গর্জন করল ও বিদ্যুৎ চমকাল। মিস্ত্রীয়েরা ভয়ে হতভম্ভ হয়ে পড়ল । তারা ফিরে যেতে চেষ্টা করল, কিন্তু মোশি তার যষ্টি প্রসারিত করলেন এবং বিভক্ত জল দ্রুত একত্রিভূত হয়ে মিস্ত্রীয় সৈন্যদের অতল অন্ধকার গহ্বরে গ্রাস করে নিল ৷ যখন ভোর হল, তখন ইস্রায়েলরা তাদের শক্তিশালী শত্রুদের অবশেষ দেখতে পেল সমুদ্র উপকূলে বর্মাবৃত মৃত দেহ। ঈশ্বর ভয়ঙ্কর বিপদ হতে তাদের পূর্ণ মুক্তি সাধন করলেন, এবং কৃতজ্ঞতায় ও পূর্ণ বিশ্বাসে তাদের হৃদয় তাঁর নিকট অবনত হল । ঈশ্বরের আত্মা মোশির উপর ভর করল, আর তিনি লোকদের প্রশংসা গীত গাওয়ায় পরিচালনা দিলেন, এই গীত ছিল মানুষের সর্ব প্রথম মহিমান্বিত গীত । PPBeng 201.2

    পরে ইস্রায়েলীয় মহিলারা মোশির বোন মরিয়মের নেতৃত্বে খঞ্জনিসহ ও নৃত্যসহ এর ধূয়া গাইলেন। মরুভূমি ও সমুদ্রজুড়ে এই আনন্দকর ধূয়ার সুর ছড়িয়ে পড়ল, এবং পর্বতমালা ইহার প্রতিধ্বনি করল, “তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর, কেননা তিনি মহামহিমান্বিত হইলেন।” PPBeng 201.3

    এই গীত শুধু যিহুদী জাতির একার নয়। ইহা ধার্মিকতার সকল শত্রুদের বিনাশের ও ঈশ্বরের উপর বিশ্বাসীদের অন্তিম বিজয়ের প্রতি ইঙ্গিত করে। পটম দ্বীপে ভাববাদী দেখতে পেয়েছিলেন সাদা পোষাক পরিহিত অগণিত জনতা যাহারা PPBeng 201.4

    বিজয়ী হইয়াছে”, তারা “অগ্নি মিশ্রিত কাচময় সমুদ্রের ” তীরে দাঁড়িয়ে ছিলেন, তাহাদের হস্তেছিল “ঈশ্বরের বীণা” আর তাহারা ঈশ্বরের দাস মোশির সঙ্গীত ও মেষশাবকের গীত গায়।” প্রকাশিত বাক্য ১৫৪২, ৩। PPBeng 201.5

    আমাদের পাপের বন্ধন হতে মুক্তি করতে গিয়ে ঈশ্বর যিহূদীদের লোহিত সাগর পার করার থেকে বড় এক মুক্তি সাধন করেছন। তাই যিহূদীদের মতই আমাদেরও সর্বান্তকরণে ঈশ্বরের গুণ গান করা উচিত এবং “যীশু খ্রীষ্টের জন্য তাঁহার আশ্চর্য্য কর্মের” বর্ণনা করা উচিত। আমাদের তাঁর সহিত সংযুক্ত করে তার জন্য এক বিশেষ সম্পদে পরিণত করতে গিয়ে ঈশ্বর কি সহানুভূতি, কি অতুলনীয় প্রেমই না প্রদর্শন করলেন। আমরা যেন ঈশ্বরের সন্তানরূপে পরিগণিত হতে পারি তার জন্যে কি বলিদানই না আমাদের মুক্তিদাতাকে দিতে হল! PPBeng 201.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents