Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বর এক পরিত্রাণদাতার প্রতিজ্ঞা করেন

    উদ্যানে শয়তানের উপর দন্ডাজ্ঞা উচ্চারণের সময় ঈশ্বর ঘোষণা করেছিলেন যে, “আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাঁহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে; এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।” আদিপুস্তক ৩:১৫। এটা একটি প্রতিজ্ঞা যে মহা শত্রুর ক্ষমতা পরিশেষে চূর্ণ করা হবে। আদম ও হবা ন্যায়বান বিচারকের সামনে দুষ্কৃতকারীরূপে দন্ডায়মান ছিলেন; কিন্তু যে পরিশ্রম ও দুঃখ তাদের জন্য নির্ধারিত রয়েছে অথবা তাদের যে ধূলিতে ফিরে যেতে হবে, তা শোনার আগেই তারা সেই সমস্ত কথা শুনেছিলেন তা তাদের হৃদয়ে আশা সঞ্চার না করে পারে নি । তারা শেষ বিজয় লাভের দৃশ্য দেখতে পেরেছিলেন । PPBeng 35.1

    শয়তান জানত যে মানুষের প্রকৃতিকে কলুষিত করায় তার যে কাজ তা বাধা প্রাপ্ত হবে, কোন না কোন উপায়ে মানুষকে তার ক্ষমতা প্রতিহত করতে সক্ষম করে তোলা হবে। তথাপি শয়তান তার সাথীদেরসহ খুব উল্লাসিত হয়েছিল যে সে ঈশ্বরের পুত্রকে তার উচ্চ অবস্থান হতে নামিয়ে আনতে পেরেছে । যখন খ্রীষ্ট মানুষের প্রকৃতি ধারণ করবেন, তখন তাঁকেও হয়ত পরাস্ত করা যাবে । PPBeng 35.2

    স্বর্গীয় দূতগণ আমাদের প্রথম মাতা পিতার নিকট তাদের পরিত্রাণের পরিকল্পনা সম্পূর্ণ ব্যাখ্যা করেছিলেন। আদম ও তার সঙ্গিনীকে শয়তানের হাতে ছেড়ে দেয়া হবে না। অনুতাপের মাধ্যমে ও খ্রীষ্টের উপর বিশ্বাসের মাধ্যমে, তারা আবারও সদাপ্রভুর সন্তানে পরিণত হতে পারবেন । PPBeng 35.3

    আদম ও হবা পাপের দোষ ও তার ফল এমন ভাবে অনুভব করলেন যা আগে কখনও করেন নি। তারা আবদেন জানালেন যে তাদের অবাধ্যতার ফল যেন তাঁর উপর না পড়ে যার প্রেম তাদের সকল প্রকার আনন্দের উৎস ছিল; বরং এটা তাদের ও তাদের বংশধরদের উপরই পড়ুক । PPBeng 35.4

    তাদের বলা হয়েছিল যে যেহেতু সদাপ্রভুর ব্যবস্থা তাঁর রাজত্বের ভিত্তি, তাই কোন দূতের প্রাণও অবাধ্যতার বলি রূপে গ্রহণ করা যাবে না। কিন্তু শুধু ঈশ্বরের পুত্র যিনি তাদের সৃষ্টি করেছেন, তাদের জন্য বলি দিতে পারেন । যেরূপ আদমের অবাধ্যতা দুর্ভাগ্য ও মৃত্যু আনয়ন করেছে, সেরূপ খ্রীষ্টের বলিদান আনয়ন করবে জীবন ও মৃত্যুহীনতা । PPBeng 35.5

    তার সৃষ্টির মুহূর্তে আদমকে পৃথিবীর উপর কর্তৃত্ব দেয়া হয়েছিল । কিন্তু প্রলোভনে পতিত হওয়ার ফলে তিনি শয়তানের নিকট বন্দিত্ব বরণ করলেন। তার উপর বিজয় লাভকারীর ঐ কর্তৃত্ব স্থানান্তরিত হল। এই ভাবে শয়তান “এই যুগের দেবতাতে” পরিণত হল। ২ করিন্থীয় ৪:৪। কিন্তু খ্রীষ্ট তার বলির দ্বারা শুধু মানুষকেই পরিত্রাণ দেবেন তা নয়, সাথে সাথে যে কর্তৃত্ব মানুষ হারিয়েছিল তাও পুনরুদ্ধার করবেন। যা কিছু প্রথম আদম হারিয়েছিলেন, দ্বিতীয় আদম সেই সবই পুনঃস্থাপিত করবেন। মীখা ৪:৮ দেখুন। PPBeng 36.1

    ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছিলেন যেন তা পবিত্র ও সুখী প্রাণীর আবাস স্থল হবে। এই লক্ষ্য তখন পরিপূর্ণতা পাবে যখন ঈশ্বরের ক্ষমতায় নতুনত্ব পেয়ে, পাপ ও দুঃখ থেকে মুক্ত হয়ে, ইহা পরিত্রাণপ্রাপ্তদের অনন্তকালীন বাসস্থানে পরিণত হবে। PPBeng 36.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents