Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বর কিভাবে হস্তক্ষেপ করলেন

    ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিল। উরিয়ের বিরুদ্ধে দায়ূদের অপরাধ প্রকাশ হয়ে পড়ল, আর অনেকেরই সন্দেহ হলো যে তিনিই উরিয়ের মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। ঈশ্বরের অসম্মান হল । তিনিই দায়ূদকে উন্নত করেছিলেন, এবং দায়ূদের পাপ তাঁর নামের বদনামের কারণ হল । ইহা ইস্রায়েলের ধর্মীয় জীবনের মানকে নীচু করল, আর অনেকের মনে পাপের প্রতি ঘৃণা নিস্তেজ করে দিল । PPBeng 523.6

    নাথন ভাববাদীকে দায়ূদের নিকট তিরস্কারের বাণী পৌঁছে দেবার আজ্ঞা করা হল । অত্যন্ত কঠোর এই বাণী নাথন এমন স্বর্গীয় জ্ঞানের সাথে দায়ূদকে দিলেন যে ইহা রাজার সহানুভূতি ও বিবেককে এমন ভাবে নাড়া দিল, যে তিনি নিজ মৃত্যু কামনা করলেন। ভাববাদী এক অন্যায় অত্যাচারের কাহিনী বর্ণনা করলেন যার বিচার প্রয়োজন ছিল । PPBeng 524.1

    তিনি বললেন, “এক নগরে দুই লোক ছিল; তাহাদের মধ্যে একজন ধনবান, আর একজন দরিদ্র। ধনবানের অতি বিস্তর মেষাদি পাল ও গোপাল ছিল। কিন্তু সেই দরিদ্রের আর কিছুই ছিল না, কেবল একটি ক্ষুদ্র মেষবসা ছিল, সে তাহাকে কিনিয়া পুষিতেছিল, আর সেটি তাহার সংগে ও তাহার সন্তানদের সংগে থাকিয়া বাড়িয়া উঠিতেছিল; সে তাহারই খাদ্য খাইত, ও তাহারই পাত্রে পান করিত, আর তাহার বক্ষঃস্থলে শয়ন করিত, ও তাহার কন্যার মত ছিল। পরে ঐ ধনবানের গৃহে একজন পথিক আসিল, তাহাতে বাটীতে আগত অতিথির জন্য পাক করণার্থে সে আপন মেষাদি পাল ও গোপাল হইতে কিছু লইতে কাতর হইল, কিন্তু সেই দরিদ্রের মেষবসাটি লইয়া, যে অতিথি আসিয়াছিল, তাহার জন্য তাহাই পাক করিল।” PPBeng 524.2

    রাজার ক্রোধ জেগে উঠল। “জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে ব্যক্তি সেই কর্ম করিয়াছে, সে মৃত্যুর সন্তান; সে কিছু দয়া না করিয়া এ কর্ম করিয়াছে, এই জন্য সেই মেষবসার চতুর্গুণ ফিরাইয়া দিবে।” PPBeng 524.3

    নাথন তার দৃষ্টি রাজার উপর স্থাপন করলেন, তারপর গম্ভীর ভাবে বললেন, “আপনিই সেই ব্যক্তি।... তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করিয়া, তাহার দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিয়াছেন?” PPBeng 524.4

    যে ভাবে দায়ূদ করেছিলেন, সেই ভাবে অপরাধীরা তাদের অপরাধ মানুষের চোখ হতে লুকাবার চেষ্টা করতে পারে, মানুষের দৃষ্টি হতে তাদের অপরাধকে চিরতরের জন্য কবর দেবার চেষ্টা চালাতে পারে, “কিন্তু তাঁহার চক্ষুগোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাঁহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে।” ইব্রীয় ৪:১৩। PPBeng 524.5

    নাথন ঘোষণা করলেন, “তুমি হিত্তীয় উরিয়কে খড়েগর দ্বারা আঘাত করাইয়াছ ও তাহার স্ত্রীকে লইয়া আপনার স্ত্রী করিয়াছ, অম্মোন-সন্তানদের খড়্গগ দ্বারা উরিয়কে মারিয়া ফেলিয়াছ। অতএব খড়গ কখনও তোমার কুলকে ছাড়িয়া যাইবে না;...দেখ, আমি তোমার কুল হইতেই তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব, এবং তোমার সাক্ষাতে তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়কে দিব;...বস্তুতঃ তুমি গোপনে এই কর্ম করিয়াছ, কিন্তু আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে ও সূর্য্যের সাক্ষাতে এই কাজ করিব।” PPBeng 525.1

    ভাববাদীর তিরস্কার দায়ূদের হৃদয়কে স্পর্শ করল; তার মধ্যে বিবেক জেগে উঠল; তার অপরাধের প্রচন্ডতা তার কাছে স্বচ্ছ হয়ে উঠল। কম্পিত ওষ্ঠে তিনি বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি।” দায়ূদ উরিয় ও বশেবার বিরুদ্ধে এক ভয়ানক অপরাধ করেছিলেন, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে তার পাপ ছিল আরো অনেক, অনেক ভয়ঙ্কর । PPBeng 525.2