Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৩১—নাদব ও অবীহূর পাপ

    সমাগম-তাঁবু ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করার পর, যাজকদের তাদের পবিত্র সেবা কাজে উসর্গ করা হল । এই সকল কাজে সাত দিন সময় কেটে গেল; অষ্টম দিনে হারোণকে ঈশ্বর যে যজ্ঞ করতে আদেশ দিয়েছিলেন সেই যজ্ঞ করলেন । সমস্ত কিছুই যে ভাবে ঈশ্বর আদেশ করেছিলেন ঠিক তদ্রূপই করা হল, এবং তিনি তাঁর গৌবর এক বিস্ময়কর প্রক্রিয়ায় প্রকাশ করলেন। স্বর্গ হতে আগুন এসে যজ্ঞকৃত বলি গ্রাস করে ফেলল। লোকেরা এক বিশ্বজনীন ধন্যবাদ ও গৌরবের ধ্বনি করল ও ঈশ্বরকে প্রণিপাত করল । PPBeng 252.1

    এর অব্যবহিত পরেই মহা-যাজকের পরিবারে এক বিপদ নেমে এল । হারোণের ছেলেদের মধ্যে দু'জন তাদের ধূপদানী হাতে নিল ও সদাপ্রভুর উদ্দেশে ধূপ জ্বালাল । কিন্তু তারা “অপবিত্র” আগুন ব্যবহারের মাধ্যমে ঈশ্বরের আদেশের অবাধ্য হল। তারা ঈশ্বর নিজে যে পবিত্র আগুন জ্বালিয়েছিলেন তা হতে আগুন না নিয়ে সাধারণ আগুন ব্যবহার করল। এই পাপের জন্য সদাপ্রভুর নিকট হতে আগুন নেমে এসে লোকদের চোখের সামনে তাদের পোড়ায়ে ছাই করে ফেলল । PPBeng 252.2

    মোশি ও হারোণের পরই নাদব ও অবীহূ ইস্রায়েল জাতির মধ্যে উচ্চ আসনে অধিষ্ঠিত ছিল। সত্তর জন প্রাচীনদের সহিত পর্বতে গিয়ে ঈশ্বরের গৌবর দেখার মাধ্যমে তারা তাঁর দ্বারা সম্মানিত হয়েছিলেন। এই সমস্ত কারণেই তাদের পাপ আরো ভয়ঙ্কর বলে পরিগণিত হল । যেহেতু কোন কোন লোক মহা-আলোয় আলোকিত হয়েছেন, যেহেতু ইস্রায়েলদের রাজপুত্রদের মত তারাও পর্বত আরোহণ করেছেন এবং তারা গৌরবের মধ্যে থেকে ঈশ্বরের সহিত যোগাযোগ করতে পেরেছেন, তারা যেন কখনও মনে না করেন যে তারা পাপ করলে শাস্তি বিধান করা হবে না, কখনও যেন মনে না করেন যে ঈশ্বর তাদের অন্যায়ের জন্য কঠিন শাস্তি দেবেন না। অধিক সুযোগ প্রদত্ত আলোর সহিত সংহতি রেখে উপযুক্ত পবিত্রতা ও চারিত্রিক গুণ দাবী করে। অধিক আশীর্বাদ কখনও পাপ করার জন্য অনুমতি দেয় না । PPBeng 252.3

    নাদব ও অবীহূকে আত্ম-নিয়ন্ত্রণের অভ্যাস শিক্ষা দেয়া হয়নি। পিতার আত্ম-সমর্পণের স্বভাব তার ছেলেদের শৃঙ্খলা শিক্ষা দেয়ার ব্যাপারে অবহেলা করতে পরিচালিত করেছিল। তার ছেলেদের তাদের ইচ্ছানুসারে চলতে দেয়া হত । আত্ম-প্রশ্রয় ও অসংযত আচরণ তাদের জীবনের উপর এত প্রভাব বিস্তার করেছিল যে সর্বোচ্চ পবিত্র কাজও তাদের সেই অভ্যাস ভাংতে সক্ষম হয়নি। ঈশ্বরের আদেশের হুবহু বাধ্যতার প্রয়োজনীয়তা অবধান করতে তারা অক্ষম হয়। ছেলেদের প্রতি হারোণের ভ্রান্ত আতিশয্য তাদের ঈশ্বরের শাস্তি ভোগ করার দিকে ঠেলে দেয়েছিল। PPBeng 253.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents