Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আর একটি সদোম

    ধর্মীয় জগতে ঈশ্বরের অনুগ্রহকে হেয় করা হচ্ছে। অনেকেই ব্যবস্থাকে অপ্রয়োজনীয় বলে মনে করেন, “মানুষের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়।” মথি ১৫:৯। অনেক মন্দিরে অবিশ্বস্ততা বিরাজমান, ব্যাপক অর্থে অবিশ্বস্ততা নয় যা হল পবিত্র বাইবেলকে অস্বীকার করা...কিন্তু পবিত্র বাইবেল যে ঈশ্বরের বাক্য সে বিষয়ে সন্দেহ সৃষ্টি করা- জাতীয় অবিশ্বস্ততা। প্রাণবন্ত ধার্মিকতা ফাঁকা আচার অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে। খ্রীষ্ট ঘোষণা করেছেন, “সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল...মনুষ্য পুত্র যে দিন প্রকাশিত হইবেন, সে দিনেও সেইরূপ হইবে।” লূক ১৭:২৮, ৩০। পৃথিবী ধ্বংসের জন্য দ্রুত প্রস্তুত হচ্ছে। PPBeng 108.1

    আমাদের ত্রাণকর্তা বলেছেন, “কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে; কেননা সেই দিন সমস্ত ভূতল- নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে” -সেই সকলের উপর যাদের আগ্রহ পৃথিবীতে কেন্দ্রীভূত। “কিন্তু তোমরা সর্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে, তাহা এড়াইতে, এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে, শক্তিমান্ হও।” লূক ২১:৩৪- ৩৬। PPBeng 108.2

    সদোম ধ্বংস করার আগে ঈশ্বর লোটের কাছে একটি বাণী প্রেরণ করেছিলেন, “প্রাণ বাঁচাইবার জন্য পলায়ন কর।” যিরূশালেম ধ্বংসের আগেও সেই সতর্ককারী ধ্বনি শোনা গিয়েছিল, “আর যখন তোমরা যিরূশালেমকে সৈন্যসামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে, তাহার ধ্বংস সন্নিকট। তখন যাহারা যিহুদিয়ায় থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক।” লূক ২১:২০, ২১। তারা দেরী করবে না কিন্তু দ্রুত পলায়ন করবে। PPBeng 108.3

    বেরিয়ে আসা দুষ্টদের নিকট হতে একটি নিশ্চিত পৃথক হওয়া, জীবনের জন্য পলায়ন করা, এই জাতীয় একটা ব্যাপার ছিল। নোহের সময় এরূপ ছিল; লোটের সময় এরূপ ছিল; যিরূশালেম ধ্বংসের আগে খ্রীষ্টের শিষ্যদের সময় এরূপ হয়েছে; আর পৃথিবীর শেষ মুহূর্তেও এরূপই হবে। তাঁর লোকদের প্রচলিত পাপ ও ভ্রষ্টতা হতে পৃথক হবার জন্য ঈশ্বর আবারও সতর্কবাণী প্রেরণ করেছেন। শেষ কালের ও মন্দতার একটি চিত্র ভাববাদী যোহনের নিকট বাবিল সম্পর্কিত দর্শনের মাধ্যমে পাঠানো হয়েছিল, “ঐ মহানগরী, যা পৃথিবীর রাজাগণের উপরে রাজত্ব করিতেছে।” প্রকাশিত বাক্য ১৭:১৮। ধ্বংসের আগে স্বর্গ হতে আহবান জানানো হবে, “হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও।” প্রকাশিত বাক্য ১৮:৪ । নোহ ও লোটের সময় যেরূপ হয়েছিল, সেরূপ ঈশ্বর ও পৃথিবীর মধ্যে কোন আপোস নাই, পৃথিবীর ধনদৌলতের নিরাপত্তার মধ্যে ফিরে যাওয়া চলবে না । মথি ৬:২৪ দেখুন। PPBeng 108.4

    লোকেরা প্রগতি ও শান্তির স্বপ্ন দেখছে। জনতা চিকার করছে, “শান্তি ও নিরাপত্তা”, আর ঈশ্বর ঘোষণা করছেন যে অবাধ্যদের উপর দ্রুত ও প্রচন্ড ধ্বংস নেমে আসার সময় উপস্থিত। ধ্বংসের আগের রাতে সমভূমির শহরবাসীরা প্রমোদে মত্ত ছিল এবং ঈশ্বরের বাণী বাহকের সতর্ক বাণীর প্রতি ঠাট্টা বিদ্রূপ করেছিল । আর সেই রাত্রেই সদোমের অসতর্ক অধিবাসীদের নিকট অনুগ্রহের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ঈশ্বরকে সর্বদা বিদ্রূপ করা যাবে না। PPBeng 109.1

    পৃথিবীর অধিকাংশ লোকই ঈশ্বরের প্রেম অবহেলা করবে এবং দ্রুত ও অপূরণীয় ধ্বংসের মধ্যে পতিত হবে। কিন্তু যারা সতর্ক বাণীর প্রতি কর্ণপাত করে সে, “পরাপরের অন্তরালে থাকে,“এবং “সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।” গীতসংহিতা ৯১:১ । PPBeng 109.2

    ঈশ্বর যে ভাবে প্রস্তাব করেছিলেন ঠিক সেইভাবে অল্প কিছুদিনের মধ্যে সোয়র শহর ধ্বংস প্রাপ্ত হয় । লোট পর্বতে চলে যান এবং একটি গুহায় বসবাস আরম্ভ করেন। PPBeng 109.3

    কিন্তু সদোমের অভিশাপ ঐখানেও তার কাছে পৌঁছায়। তার মেয়েদের পাপপূর্ণ ব্যবহার ঐ ভ্রষ্ট জায়গার সহিত সম্পর্কিত হওয়ারই ফলাফল। লোট সদোমকে আনন্দ ও লাভের জন্য বেছে নিয়েছিলেন, তথাপি তার হৃদয়ে ঈশ্বর ভয় বিরাজমান ছিল। পরিশেষে তাকে এভাবে রক্ষা করা হয় যেন “একটি অর্ধদগ্ধ কাঠ আগুন হতে উঠানো হল”, তিনি সমস্ত সম্পদ হারালেন, স্ত্রী ও কন্যাদের হারালেন, পর্বতের গুহায় বাস করলেন, ও বৃদ্ধ বয়সে অসম্মানিত হলেন। তিনি পৃথিবীকে দু'টি ধার্মিক জাতি উপহার দেয়ার পরিবর্তে দু'টি পৌত্তলিক জাতি উপহার দিলেন, যারা ঈশ্বরের লোকের সহিত ততক্ষণ যুদ্ধে লিপ্ত ছিল যতক্ষণ না তাদের পাপের পেয়ালা পূর্ণ হল, আর পরিশেষে সম্পূর্ণরূপে ধ্বংস প্রাপ্ত হল। একটি ভুল পদক্ষেপের ফলাফল কতই না ভয়ঙ্কর হতে পারে! PPBeng 109.4

    “ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও।” “ধন লোভী আপন পরিজনের কন্টক।” “কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাসে মগ্ন করে।” হিতোপদেশ ২৩:৪; ১৫:২৭; ১ তীমথিয় ৬:৯। PPBeng 110.1

    যখন লোট সদোমে প্রবেশ করেন, তিনি নিজেকে পাপ হতে সম্পূর্ণ মুক্ত রাখতে এবং তার পরিজনকে তাকে অনুসরণ করতে আদেশ করতে বাসনা করেছিলেন। কিন্তু তিনি বিফল হলেন। এর ফলাফল আমাদের সামনে রয়েছে। PPBeng 110.2

    লোটের মত অনেকেই তাদের সন্তানদের ধ্বংস হয়ে যেতে দেখেন, এবং অনেকেই নিজের আত্মা কোন রকমে রক্ষা করেন। তাদের জীবনে সমস্ত কাজ হারিয়ে যায়; তাদের জীবন নিষ্ফল হয়। যদি তারা সত্যিকার সন্তানের ব্যবহার করতেন, তাদের সন্তানদের হয়ত পৃথিবীর প্রগতি কিছু কম হোত, কিন্তু তারা অনন্ত সম্পত্তির উত্তরাধিকারী হতেন । PPBeng 110.3

    ঈশ্বর যে সম্পত্তির প্রতিজ্ঞা করেছেন তা এ পৃথিবীর জিনিস নয়। অব্রাহাম সম্বন্ধে বলা হচ্ছে, “বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন, তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইস্হাক ও যাকোবের সহিত তাম্বুতেই বাস করিতেন; কারণ তিনি ভিত্তিমূলবিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন, যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর।” যদি আমরা “আরও উত্তম দেশের, অর্থাৎ স্বর্গীয় দেশের” অধিকারী হতে চাই তবে এই পৃথিবীতে আমাদের অতিথী ও ক্ষণিকের অতিথিরূপেই বাস করা উচিত। ইব্রীয় ১১:৯, ১০, ১৬। PPBeng 110.4