Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ফরৌণের স্বপ্নের ব্যাখ্যা

    যোষেফ বললেন, “ঈশ্বর যাহা করিতে উদ্যত হইয়াছেন, তাহাই ফরৌণকে জ্ঞাত করিয়াছেন।” সাত বৎসর দেশে প্রচুর ফসল ফলিবে । মাঠে ও বাগানে যে কোন সময়ের চেয়ে অনেক বেশী ফসল উৎপন্ন হবে। আর এই সময়ের পরে আসবে সাত বৎসর দুর্ভিক্ষ। “মিসর দেশে সমস্ত শস্য প্রাচুর্য্যের কথা ভুলিয়া যাইবে, এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হইবে।” “অতএব এখন, ‘ তিনি বলতে থাকলেন, “ফরৌণ একজন বিচক্ষণ ও জ্ঞানী লোকের খোঁজ করিয়া তাঁহাকে মিসর দেশের উপরে নিযুক্ত করুন আর ফরৌণ এই কাজ করুন, দেশে কর্মকর্তা নিযুক্ত করিয়া যে সাত বৎসর শস্য বাহুল্য হইবে, সেই সময়ে মিসর দেশ হতে শস্যের পাঁচ ভাগের এক ভাগ গ্রহণ করুন। তাঁহারা সেই আগামী শুভ বসরের সমূহের জন্য খাদ্য সংগ্রহ করুন, ও ফরৌনের অধিনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য জমা করুন, ও রক্ষা করুন। এইরূপে মিশর দেশে যে দুর্ভিক্ষ হইবে, সেই দুর্ভিক্ষের সাত বসরের জন্য সেই খাদ্য দেশের জন্য মজুদ থাকিবে, তাহাতে দুর্ভিক্ষে দেশ উচ্ছিন্ন হইবে না।” PPBeng 150.3

    ব্যাখ্যাটি যুক্তিপূর্ণ ও সংহতিপূর্ণ ছিল। যে নীতির পরামর্শ উপস্থাপন করা হল তা যথার্থ ও নির্ভর যোগ্য। কিন্তু কাকে এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হবে? এই মনোনয়নের বিজ্ঞতার উপর জাতির জীবন রক্ষা পাওয়া নির্ভর করছে। কিছু দিনের জন্য এই নিযুক্তির বিষয় বিবেচনাধীন রাখা হল । কারাগর ব্যবস্থাপনায় যোষেফ যে দূরদর্শিতা ও বিচক্ষণতা দেখিয়েছেন তার কথা রাজা পানপাত্রবাহকের মাধ্যমে জানতে পারলেন । এটা প্রতীয়মান হল যে তিনি দক্ষ ব্যবস্থাপনার যথেষ্ট যোগ্যতা রাখেন। সমস্ত রাজ্যের মধ্যে যোষেফই সেই জ্ঞানের অধিকারী ছিলেন যার মাধ্যমে রাজ্যে যে বিপদ এগিয়ে আসছে সে সম্বন্ধে ইঙ্গিত দিতে পেরেছেন এবং এর মোকাবেলায় কি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন তারও পরামর্শ দিতে পেরেছেন। রাজার কর্মকর্তাদের মধ্যে এই দুর্যোগের সময় জাতীয় পরিচালনা দেয়ার মত উপযুক্ত কেউই ছিলেন না । রাজা তার পরিষদবর্গকে জিজ্ঞাসা করলেন, “ইঁহার তুল্য পুরুষ, যাঁহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাহাকে পাইব?” PPBeng 151.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents