Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    দায়ূদকে রাজার সামনে আনা হল

    দায়ূদের বাক্যগুলি রাজার নিকট উত্থাপন করা হল যিনি যুবককে তার কাছে ডেকে পাঠালেন। রাখাল বললেন, “উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হউক, আপনার এই দাস গিয়া এই পলেষ্টীয়ের সহিত যুদ্ধ করিবে।” শৌল দায়ূদকে তার লক্ষ্য হতে ফিরাবার চেষ্টা করলেন, কিন্তু যুবক বিচলিত হলেন না । “যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শৌল দায়ূদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন।” PPBeng 468.5

    চল্লিশ দিন পৰ্য্যন্ত ইস্রায়েলর সন্তানেরা ঐ পলেষ্টীয় বীরের সামনে কাঁপছিল । তার মাথায় ছিল পিত্তলের শিরস্ত্রাণ; তার গায়ে ছিল একটি লৌহের বর্ম যার ওজন ছিল পাঁচ হাজার শেকল, আর তার পায়ে ছিল পিত্তলের পাত । তার বর্মটি মাছের আঁইসের মত পিত্তলের চাকতিতে পূর্ণ ছিল, এবং একটি চাক্‌তি অন্য চাকৃতির উপর ছিল যাতে কোন তীর বিদ্ধ করতে না পারে। ঐ দৈত্যের নিকট বিরাট বল্লম ছিল, তাও পিত্তলের তৈরী। তাহার বড়শার দন্ড তত্তবায়ের নরাজের সমান, ও বড়শার ফলা ছয় শত শেকল লোহার তৈয়ারী ছিল, এবং তাহার ঢালী তাহার অগ্রে অগ্রে চলিত। PPBeng 469.1

    সকালে ও সন্ধ্যায় গলিয়াৎ ইস্রায়েলদের এই বলে আহবান জানাত, “তোমরা আপনাদের জন্য এক জনকে মনোনীত কর; সে আমার নিকটে নামিয়া আইসুক । সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হইব; কিন্তু যদি আমি তাহাকে পরাজয় করিয়া বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইবে,...অদ্য আমি ইস্রায়েলের সৈন্যগণকে টিটকারি দিতেছি।” PPBeng 469.2

    দায়ূদ তার সাহসী অভিযানে জয়ী হবেন বলে রাজার কোন ভরসা ছিল না । রাজার যুদ্ধের সাজ যুবককে পরিয়ে দিতে আজ্ঞা দেয়া হল । পিত্তলের ভারী শিরস্ত্রাণ তার মাথায় পরিয়ে দেয়া হল, তার শরীরে লৌহের বর্ম পরানো হল; রাজার খড়্গগ তার পাশে শোভা পেল । এই ভাবে সজ্জিত হয়ে তিনি তার লক্ষ্যে যাত্রা করলেন, কিন্তু অল্প সময় পরেই আবার ফিরে এলেন। দুশ্চিন্তাগ্রস্ত দর্শকরা ভাবল যে দায়ূদ তার জীবন বাজী না রাখতে সিদ্ধান্ত নিয়েছেন । কিন্তু ঐ সাহসী যুবার মনে এরূপ কোন চিন্তার উদয় হয় নি। ফিরে এসে তিনি রাজার যুদ্ধের সাজ খুলে ফেললেন, আর তার স্থলে লাঠি ও সাধারণ গুতিটি নিলেন। নদী হতে পাঁচটি পাথর বেছে নিয়ে তিনি তা তার ঝুলিতে রাখলেন, এবং গুতিটি হাতে নিয়ে পলেষ্টীয়ের নিকটবর্তী হলেন । দৈত্য সদম্ভে এগিয়ে এল, তার চিন্তা ছিল যে সে ইস্রায়েল-সন্তানদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার মোকাবেলা করতে যাচ্ছে। তার অস্ত্র বাহক তার আগে আগে এমনভাবে চল্ল যেন কোন কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যখন সে কাছে এল তখন দেখতে পেল যে একটি সাধারণ বালক এগিয়ে আসছে। দায়ূদের সুগঠিত শরীর যা কোন যুদ্ধ সাজে ঢাকা ছিল না, সহজেই দেখা যাচ্ছিল; তথাপি এই যুবকের দেহ ও পলেষ্টীদের বিশাল দেহের মধ্যে অনেক ব্যবধান ছিল । PPBeng 469.3

    গলিয়া দায়ূদকে তাচ্ছিল্য করেPPBeng 470.1

    গলিয়া বিস্ময়ে ও ক্রোধে জ্বলে উঠল। সে চিৎকার করে বল্ল, ‘আমি কি কুকুর যে, তুই দন্ড লইয়া আমার কাছে আসিতেছিস্?” সে দায়ূদের উপর অনেক অভিশাপ দিল, আর ব্যঙ্গ করে বল্‌ল, “তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষিগণকে ও মাঠের পশুদিগকে দিই।” PPBeng 470.2

    দায়ূদ দুর্বল হলেন না। সামনে এগিয়ে গিয়ে তিনি তার প্রতিযোগীকে বললেন, “তুমি খড়্গ, বড়শা, ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে, তুমি যাঁহাকে টিটকারি দিয়াছ তাঁহারই নামে, তোমার নিকট আসিতেছি। অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন; আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ড তুলিয়া লইব, পলেষ্টীয়দের সৈন্যের শব অদ্য শূন্যের পক্ষিগণকে, ও ভূমির পশুদিগকে দিব; তাহাতে ইস্রায়েলে এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে।” PPBeng 470.3

    পরিস্কার কণ্ঠে এই যে বক্তব্য দেয়া হল, তা হাজার হাজার শ্রোতার কাণে স্পষ্ট ভাবে পৌঁছাল। ক্রোধে অন্ধ হয়ে গলিয়া তার শিরস্ত্রাণ একটু উপরের দিকে ঠেলে দিয়ে এগিয়ে গেল। “পরে ঐ পলেষ্টীয় উঠিয়া দায়ূদের সম্মুখীন হইবার জন্য আসিয়া নিকটবর্তী হইলে দায়ূদ সত্বর ঐ পলেষ্টীয়ের সম্মুখীন হইবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড়িলেন। পরে দায়ূদ আপন ঝুলিতে হস্ত দিয়া একখানি পাথর বাহির করিলেন, এবং ফিঙ্গাতে পাক দিয়া ঐ পলেষ্টীয়ের কপালে আঘাত করিলেন; সেই পাথরখানি তাহার কপালে বসিয়া গেল; তাহাতে সে ভূমিতে অধোমুখ হইয়া পড়িল ।’ PPBeng 470.4

    উভয় সৈন্যদলই নিশ্চিত ছিল যে দায়ূদ মারা পড়বেন। আর যখন পাথরটি শোঁ শোঁ শব্দে বায়ু ভেদ করে ছুটে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করল, তারা দেখতে পেল যে শক্তিশালী যোদ্ধা আপন দু'হাত,এমন ভাবে উপরে উঠাল যেন অন্ধ হয়ে গিয়াছে । দৈত্যটি দুলতে লাগল এবং ঝড়ে পতিত বিশাল গাছের মত মাটিতে ঢলে পড়ল । PPBeng 470.5

    দায়ূদ এক মিনিটও আর দেরী করলেন না। তিনি পলেষ্টীয় মাটিতে পড়ে থাকা দেহের পাশে গিয়ে উভয় হাত দ্বারা গলিয়াতের খড়গটি টেনে খাপ হতে বের করলেন। খড়গটি শূন্যে উঁচু হলো এবং গর্বকারীর মস্তক তার শরীর হতে আলাদা হয়ে গড়িয়ে পড়ল । PPBeng 471.1

    পলেষ্টীয়রা ভয়ে বিহবল হয়ে পড়ল। বিজয়ী যিহুদীরা পলায়নরত শত্রুদের “ইক্রোণের দ্বার পর্যন্ত” তাড়িয়ে নিয়ে গেল। “পরে ইস্রায়েল- সন্তানগণ পলেষ্টীয়দের পশ্চাৎ ধাবন হইতে ফিরিয়া আসিয়া তাহাদের শিবির লুট করিল।” PPBeng 471.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents