Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বিপদের মুহূর্তে কিছু লোক দায়ূদের প্রতি বিশ্বস্ত থাকে

    আবারও মিছিল থামল। “আর দেখ, সাদোকও আসিলেন, এবং তাঁহার সংগে লেবীয়েরা সকলে আসিল, তাহারা ঈশ্বরের নিয়ম-সিন্দুক বহন করিতেছিল।” দায়ূদের লোকদের নিকট ঐ পবিত্র প্রতীকটি ছিল উদ্ধার ও বিজয়ের প্রতিজ্ঞা। যিরূশালেমের অনুপস্থিতি অবশালোমের অনুগামীদের মনে ভয়ের সঞ্চার করবে। PPBeng 533.3

    নিয়ম-সিন্দুক দেখে দায়ূদের হৃদয় ক্ষণিকের জন্য আশা ও আনন্দে শিহরিত হয়ে উঠল। কিন্তু শীঘ্রই অন্য চিন্তা তাকে পেয়ে বসল । ঈশ্বর এই ঐতিহ্যের নেতা হিসাবে তার প্রধান দায়িত্ব হল ঈশ্বরের গৌরব করা আর নিজ লোকদের উপকার সাধন করা। যিরূশালেমে ঈশ্বর বলেছিলেন, “এই আমার চিরকালের বিশ্রামস্থান” (গীতসংহিতা ১৩২:১৪), এবং কোন যাজক বা কোন রাজা ঐ স্থান হতে তাঁর (ঈশ্বরের) উপস্থিতির প্রতীক সরাতে পারতেন না। আর দায়ূদের মহা পাপের কথা সর্বদাই তার স্মৃতিতে ছিল। যে পবিত্র ব্যবস্থা তাদের স্বর্গীয় রাজার ইচ্ছার ধারক, রাজ্যের সংবিধান এবং উন্নতির ভিত্তিমূল, সেই ব্যবস্থা জাতির রাজধানী হতে সরিয়ে ফেলা তার কাজ নয় । PPBeng 533.4

    তিনি সাদোককে আজ্ঞা করলেন, “তুমি ঈশ্বরের সিন্দুক পুনরায় নগরে লইয়া যাও, যদি সদাপ্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনর্বার আনিয়া তাহা ও তাঁহার নিবাস দেখাইবেন। কিন্তু যদি তিনি এই কথা বলেন, তোমাতে আমার সন্তোষ নাই, তবে দেখ, এই আমি, তাঁহার দৃষ্টিতে যাহা ভাল, আমার প্রতি তাহাই করুন।” PPBeng 534.1