Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৬৮—দায়ূদের কঠিনতম পরীক্ষা

    যদিও তারা পলেষ্টীয়দের সাথে একত্রে যাত্রা করে যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, তথাপি দায়ূদ ও তার লোকেরা শৌল ও পলেষ্টীয়দের মধ্যে যুদ্ধে অংশ গ্রহণ করেন নাই। যখন দু'পক্ষের সৈন্যদল যুদ্ধের জন্য প্রস্তুত হল তখন যিশয়ের পুত্র একটি হতভম্বকর অবস্থায় পড়লেন। তিনি কি এখন অকৃতজ্ঞতার প্রমাণ দিয়ে তার নির্দিষ্ট স্থান হতে সরে পড়বেন এবং যে তাকে রক্ষা করেছিল সেই আখীশের প্রতি অবিশ্বস্ত হবেন? ঐ ধরণের কোন কাজ করলে তার নামে প্রচন্ড কলঙ্ক রটবে এবং তাকে শত্রু পক্ষের এমন ক্রোধের মুখে পড়তে হবে বা শৌলের শত্রুতার চেয়েও ভয়ঙ্কর হবে। PPBeng 501.1

    তথাপি তিনি এক মুহূর্তের জন্যও এই চিন্তা মনে স্থান দিতে পারলেন না যে তিনি ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবেন ও তার দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন, আর ঈশ্বরও তাঁর লোকদের শত্রুতে পরিণত হবেন। PPBeng 501.2

    এই ধরণের কাজ করলে ইস্রায়েলের সিংহাসনে আর তিনি কোন দিনই বসতে পারবেন না। আর যদি শৌল এই যুদ্ধে মারা পড়েন তবে তাকেই শৌলের হত্যার দায়ে দোষী করা হবে । PPBeng 501.3

    এটি খুবই ভাল হত যদি তিনি তার লোকদের চরম শত্রুদের আশ্রয় না নিয়ে ঈশ্বরের শক্ত দুর্গ পর্বতরাজির মধ্যে আশ্রয় নিতেন। সদাপ্রভু তাঁর মহা অনুগ্রহের জন্য তার দাসকে এই ধরণের কষ্টদায়ক ও হতভম্বকর অবস্থায় ফেলে রেখে শাস্তি দিলেন না। যদিও দায়ূদ ঈশ্বরের দয়ার হাত ছেড়ে দিয়ে সততার পথ হতে সরে পড়েছিলেন, তথাপি তার হৃদয়ের অদৃশ্য বাসনা ছিল যে তিনি ঈশ্বরের পথে ঠিক থাকবেন। ঈশ্বরের দূতগণ পলেষ্টীয় অধিপতিদের মনে কাজ করলেন আর তারা এই যুদ্ধে দায়ূদ ও তার সৈন্যদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাল । PPBeng 501.4

    আখীশের নিকট এসে তারা প্রশ্ন তুলল, “এই ইব্রীয়েরা এখানে কি করে?” আখীশ উত্তর দিলেন, “এই ব্যক্তি কি ইস্রায়েলের রাজা শৌলের দাস দায়ূদ নয়? সে এতদিন ও এত বৎসর আমার সঙ্গে বাস করিতেছে, এবং যে দিন আমার পক্ষ হইয়াছে, তদবধি অদ্য পর্যন্ত ইহার কোন ত্রুটি দেখি নাই” । PPBeng 501.5