Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    হনোক- মৃত্যুহীন প্রথম ব্যক্তি

    হনোকের পয়ষট্টি বৎসর বয়সে একটি ছেলের জন্ম হয়। এরপর তিনি তিনশত বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করলেন। তিনি খাঁটি বিশ্বাস রক্ষাকারীদের একজন ছিলেন, প্রতিজ্ঞাকৃত বংশধরের পূর্ব পুরুষ। আদমের মুখ হতে তিনি মানব জাতির পতনের কাহিনী, এবং প্রতিজ্ঞার মধ্যে ঈশ্বরের অনুগ্রহের যে পরিচয় পাওয়া যায় তা শুনেছিলেন, এবং তিনি ত্রাণকর্তার আগমনের উপর নির্ভরশীল ছিলেন । PPBeng 48.1

    কিন্তু তার প্রথম সন্তান জন্মের পর, হনোক অভিজ্ঞতার আরো উচ্চ ধাপে পৌছালেন । যখন তিনি পিতার জন্য ছেলের প্রেম দেখতে পেলেন, তার রক্ষার জন্য সে তার পিতার উপর যে সহজ বিশ্বাস রাখে তা দেখলেন, যখন সন্তানের জন্য তার নিজ হৃদয়ের গভীর অনুভূতির টের পেলেন, তখন তিনি তাঁর পুত্রকে দান করার মধ্যে ঈশ্বরের কি আশ্চর্য প্রেম রয়েছে তা অনুধাবন করতে পারলেন। খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের অপরিমেয় ভালবাসা তার দিন-রাত্রির ধ্যানের বিষয়ে পরিণত হল, এবং তিনি যে সমস্ত লোকদের মধ্যে বাস করতেন, তাদের নিকট ঐ প্রেমের প্রকাশ করতে চেষ্টা চালালেন । PPBeng 48.2

    ঈশ্বরের সহিত হনোকের গমনাগমন কোন মোহ বা স্বপ্নের বিষয় ছিল না, কিন্তু তা ছিল দৈনন্দিনের ব্যাপার। একজন স্বামী এবং একজন পিতা হিসেবে, একজন বন্ধু হিসেবে, একজন নাগরিক হিসেবে, তিনি ছিলেন ঈশ্বরের একজন সঠিক দাস । PPBeng 48.3

    তার হৃদয় ঈশ্বরের ইচ্ছার সহিত ঐক্যবদ্ধ ছিল; কারণ “একপরামর্শ না হইলে কি দুই ব্যক্তি একসঙ্গে চলে?” আমোষ ৩:৩। এবং এই পবিত্র গমনাগমন তিনশ বসর পর্য্যন্ত চালু থাকল । শতাব্দির পর শতাব্দিতে হনোকের বিশ্বাস শক্তিশালী হয়ে উঠল, তার ভালবাসা আরো তীব্র হলো । PPBeng 49.1

    হনোক ছিল বিস্তারিত জ্ঞানের অধিকারী, যাকে ঈশ্বর বিশেষ জ্ঞান প্রকাশ দ্বারা সম্মানিত করেছিলেন; তথাপি তিনি ছিলেন খুবই নম্র মানুষদের মধ্যে প্রধান। তিনি ঈশ্বরের সম্মুখে ধৈয্য সহকারে অপেক্ষা করতেন। ধ্যান ও প্রার্থনা তার আত্মার শ্বাস- প্রশ্বাস স্বরূপ ছিল; তিনি স্বর্গীয় পারিপার্শিকতায় বাস করতেন। PPBeng 49.2

    দূতগণের মাধ্যমে ঈশ্বর হনোকের নিকট একটি বন্যা দ্বারা পৃথিবী ধ্বংস করার তাঁর উদ্দেশ্য প্রকাশ করলেন। তিনি তার নিকট পরিত্রাণের পরিকল্পনা আরো পূর্ণ ভাবে জ্ঞাত করলেন এবং খ্রীষ্টের দ্বিতীয়বার আগমন ও পৃথিবীর শেষ মুহূর্তের সহিত সংযুক্ত ঘটনাবলীও তিনি তার কাছে প্রকাশ করলেন । মৃত্যু সম্বন্ধে হনোক বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তার কাছে মনে হচ্ছিল যে বিশ্বস্ত ও দুষ্ট দু'দলই ধূলিতে ফিরে যাবে এবং সেটাই হবে তাদের পরিণতি । ন্যায়পরায়ণদের জীবন যে কবরপ্রাপ্তির পরও থাকতে পারে তা তিনি অনুধাবন করতে পারেন নি। ভাববাণীর স্বপ্নের মাধ্যমে তাকে খ্রীষ্টের মৃত্যু ও তাঁর লোকদের কবর হতে উদ্ধারের জন্য পবিত্র দূতগণ সহকারে তাঁর গৌরবময় আগমন সম্বন্ধে তাকে শিক্ষা দেয়া হয়েছিল। যখন খ্রীষ্ট দ্বিতীয়বার আগমন করবেন তখন পৃথিবীর ভ্রষ্ট অবস্থা, যখন স্বেচ্ছাপরায়ণ ও গর্বিত লোকেরা ঈশ্বরের ব্যবস্থাকে অবমাননা করবে ও প্রায়শ্চিত্তকে ঘৃণা করবে তিনি দেখতে পেয়েছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যে ধার্মিকগণ সম্মান ও মহিমার মুকুট পরবে ও দুষ্টদের আগুন দ্বারা ধ্বংস করা হবে। PPBeng 49.3

    হনোক ধার্মিকতার প্রচারক হিসাবে পরিণত হলেন ও যারাই শুনতে আগ্রহী তাদের ঈশ্বরের বাণী দিতেন। যে স্থান থেকে কয়িন ঈশ্বরের সম্মুখ হতে পালিয়ে ছিলেন, সেই স্থানে ভাববাদী তার চোখের সামনে স্বপ্নের মাধ্যমে যে দৃশ্য দেখানো হয়েছে তার বর্ণনা দিলেন। তিনি ঘোষণা করলেন, “দেখ, প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত আসিলেন, যেন সকলের বিচার করেন; আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল ভক্তিবিরুদ্ধ কার্য্য দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে, এবং ভক্তিহীন পাপিগণ তাঁহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে, তপ্রযুক্ত তাহাদিগকে যেন ভর্সনা করেন।” যিহূদা ১৪, ১৫ । PPBeng 49.4

    তিনি যেরূপ খ্রীষ্টের মধ্যে ঈশ্বরের প্রেমের সম্বন্ধে প্রচার করলেন, আবার সেরূপ তিনি বিদ্যমান অন্যায় ও পাপের নিন্দা জ্ঞাপন করলেন ও অন্যায়কারী ও অবাধ্যদের যে অবশ্যই বিচার হবে তার সতর্কবাণী উচ্চারণ করেন। পবিত্র ব্যক্তিগণ যে শুধু সুন্দর সুন্দর কথা বলেন তা নয়। ঈশ্বর তাঁর ভাববাদীদের মুখে সেই সমস্ত সত্য দেন যেগুলো খুবই তীব্র দ্বিধার খড়গের মত । PPBeng 50.1

    কিছু লোক তার সতর্কবাণীতে কান দিলেন কিন্তু অধিকাংশই অধিকতর সাহসিকতা সহকারে তাদের মন্দ পথেই চলতে লাগল। একই ভাবে শেষকালের লোকেরা ঈশ্বরের বাণীবাহকদের সতর্কবাণীর প্রতি অমনোযোগী হবে। PPBeng 50.2

    কঠোর পরিশ্রমের মধ্যে হনোক ঈশ্বরের সহিত নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। কিছুদিন লোকদের মধ্যে থাকার পর, স্বর্গীয় জ্ঞানের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে তিনি কিছুকাল নির্জনে একাকী কাটাতেন। ঈশ্বরের সহিত যোগাযোগ রক্ষার ফলে হনোক অধিকতররূপে স্বর্গীয় রূপ প্রতিফলিত করতে শুরু করলেন। যে আলো খ্রীষ্টের রূপকে আলোকিত করে সেই একই আলো তাহার চেহারাকে আলোকিত করতে আরম্ভ করল। বছরের পর বছর যেমন গত হতে থাকল, মানুষের দুষ্কর্ম আরো অধিকতর বৃদ্ধি পেতে থাকল, আর ঈশ্বরীয় বিচারের মেঘ গভীরতর ভাবে ঘনীভূত হতে লাগল। তথাপি হনোক তার পথে স্থির থেকে পাপের পথ থেকে লোকদের ফেরানোর জন্য সতর্ক PPBeng 50.3

    করতে, অনুরোধ জানাতে, ও প্রচেষ্টা চালাতে থাকলেন। যদিও তার সতর্ক বাণী পাপে পূর্ণ ও কামনা বিলাসী লোকেরা অবহেলা করল, তার নিকট সাক্ষ্য ছিল যে ঈশ্বর তা অনুমোদন করেছেন । তিনি অপরাধ ও দুষ্কর্মের বিরুদ্ধে ততদিন তার সাক্ষ্য বহাল রাখলেন যতদিন না ঈশ্বর তাকে পাপপূর্ণ পৃথিবী থেকে অপসারিত করে স্বর্গের নির্মূল আনন্দের মধ্যে নিয়ে গেলেন । PPBeng 50.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents