Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অনর্থক দ্বন্ধ এড়িয়ে চলা

    প্রায়ই সাধারণ ভুল বুঝাবুঝি হতে অসুবিধা সৃষ্টি হয় এবং সৌজন্য ও ধৈর্য্যের অনুপস্থিতিতে মহা সঙ্কট সৃষ্টির সম্ভাবনা দেখা দেয় । দশ বংশ দ্রুত এই সমস্যা সমাধানে ব্রতী হয়েছিল; কিন্তু বিষয়টির সম্বন্ধে তথ্য সংগ্রহ করার পরিবর্তে তারা তাদের ভ্রাতাদের তিরস্কার ও নিন্দা জ্ঞাপন করেছিল । যদি গাদ ও রূবেণ বংশের লোকেরা একই ধরণের ব্যবহার করত তবে যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল । ইহা খুবই প্রয়োজন যে পাপের সম্বন্ধে যেন কোন শৈথিল্য দেখানো না হয়; কিন্তু ভিত্তিহীন সন্দেহ ও কঠোর সমালোচনা পরিহার করাও ততোধিক প্রয়োজন । PPBeng 371.5

    কঠোর সমালোচনা ও তিরস্কার দ্বারা কাউকে তাদের ভ্রান্ত অবস্থান হতে ফিরানো যায় নি, বরং ইহা দ্বারা অনেককে সত্য হতে আরো দূরে সরে গিয়ে তাদের হৃদয়কে কঠিন করতে বাধ্য করা হয়েছে। একটি সৌজন্যমূলক ও ধৈর্য্যশীল ব্যক্তিত্ব অনেক ভ্রান্ত পথ অনুসরণকারীকে সঠিক পথে নিয়ে আসে। PPBeng 372.1

    সত্য ধর্মকে বহাল করতে গিয়ে রূবেণ বংশের লোকদের ভুল বুঝা হয়েছিল ও কঠোর তিরস্কার করা হয়েছিল; কিন্তু তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা না করে, তারা ধৈর্য্য ও সৌজন্য সহকারে তাদের ভ্রাতাদের অভিযোগ শ্রবণ করেছিল, এবং পরে তারা তাদের উদ্দেশের ব্যাখ্যা দিয়েছিল ও তাদের নির্দোষীতা প্রমাণ করেছিল। PPBeng 372.2

    যারা ন্যায়, তারা ভ্রান্ত অভিযোগের মুখেও শান্ত ও বিবেচক থাকতে সক্ষম । মানুষ সে সকল জিনিষ ভুল বুঝে ও ভ্রান্ত ব্যাখ্যা দান করে, ঈশ্বর সে সকলের সহিত পরিচিত, এবং আমরা আমাদের বিষয় নির্ভয়ে তার হস্তে ন্যাস্ত করতে পারি। যারা তার উপর নির্ভর করে তিনি তাদের পক্ষে ন্যায় বিচার সাধন করবেন । PPBeng 372.3

    ক্রুশে প্রাণদানের পূর্ব মুহূর্তে, খ্রীষ্টের প্রার্থনা ছিল যে তিনি এবং পিতা যেমন এক তার শিষ্যরাও যেন তেমনি এক হয়, যাতে করে পৃথিবী জানতে পারে যে ঈশ্বর তাঁকে পাঠিয়েছিলেন। ঐ মর্মস্পর্শী প্রার্থনা যুগ যুগ ধরে, এবং আমাদের কালেও প্রযোজ্য। যদিও আমরা আমাদের সত্যের নীতিকে বিসর্জন দেব না, কিন্তু আমাদের অনবরত প্রচেষ্টা থাকবে যে আমারা যেন ঐ ঐক্যে পৌছাতে সক্ষম হই। যীশু খ্রীষ্ট বলেছেন, “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।” যোহন ১৩:৩৫ । PPBeng 372.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents