Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বর কি খুবই কঠোর ?

    আমাদের প্রথম মাতা-পিতার অবাধ্যতার ফলশ্রুতিতে যে দুঃখ ভোগের ঢেউ বইতে থাকল তা যেন একটি পাপের জন্য অতিরিক্ত কঠোর বলে মানুষ মনে করে থাকে । কিন্তু যদি প্রশ্নের একটু বেশী গভীরে প্রবেশ করা হয়, তাহলে তারা তাদের ভুল দেখতে পাবে। ঈশ্বর তার অসীম অনুগ্রহের জন্যই আদমকে কোন কঠোর পরীক্ষার সম্মুখীন করেন নি। নিষেধের লঘুভারই পাপ আরো অতিরিক্ত ভারী করে তুলেছে। যদি আদমকে খুবই কঠিন পরীক্ষা দেয়া হত তবে যাদের হৃদয় মন্দের দিকে আসক্ত তারা এই বলে নিজেকে প্রায়ই ক্ষমা করত যে, “এটা একটি নগণ্য বিষয় এবং ঈশ্বর এত নগণ্য ব্যাপারে জড়িয়ে পড়েন না।” PPBeng 31.2

    যারা বলেন যে, ঈশ্বরের ব্যবস্থা মানুষের উপর অবশ্য করণীয় নয়, তারা নিবেদন করেন যে সমস্ত ব্যবস্থা মান্য করা খুবই দুরূহ কাজ। যদি তাই সত্যি হয় তবে আদম কেন অবাধ্যতার শাস্তি পেলেন? আমাদের প্রথম মাতা পিতার অবাধ্যতা পৃথিবীতে পাপ এবং দুঃখ আনয়ন করেছে, আর যদি ঈশ্বরের করুণা ও অনুগ্রহ অপরিসীম না হত তবে সমস্ত মানব জাতি এক গভীর নৈরাশ্যে নিমজ্জিত হত। কেউ নিজেকে প্রতারণা না করুক। “কেননা পাপের বেতন মৃত্যু” । রোমীয় ৬:২৩। PPBeng 31.3

    পাপের পর আদম ও হবা সনির্বন্ধ অনুরোধ জানালেন যে, তারা যেন তাদের নির্দোষ ও আনন্দময় বাসস্থানে থাকতে পারেন। তারা ভবিষ্যতে আরো কঠোর ভাবে ঈশ্বরের প্রতি বাধ্যতা প্রদর্শনের প্রতিজ্ঞা করলেন। কিন্তু তাদের বলা হলো যে, তাদের প্রকৃতি পাপ দ্বারা কুলষিত হয়ে পড়েছে। তাদের মন্দকে প্রতিরোধ করার ক্ষমতা হ্রাস পেয়েছে। এখন এই অপরাধ বোধের থেকে তাদের চরিত্রের সততা রক্ষা করার ক্ষমতা তাদের কম থাকবে । PPBeng 31.4

    দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তারা তাদের মনোরম বাসস্থানকে বিদায় জানালেন, এবং পাপের অভিশাপে অভিশপ্ত পৃথিবীতে বাস করতে গেলেন। এখন আবহাওয়া লক্ষণীয় পরিবর্তনের অধীন হয়ে পড়ল। সদাপ্রভু তার অপার অনুগ্রহে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের চামড়ার বস্ত্র প্রস্তুত করে দিলেন । PPBeng 32.1

    অবক্ষয়ের চিহ্নস্বরূপ ম্রীয়মান ফুল ও গাছের পতিত পাতা দেখে আদম ও তার সাথী এত রোদন করেছিলেন যে বর্তমান কালের কোন লোক তাদের মৃতদের জন্য এত রোদন করেন না। যখন সুন্দর সুন্দর গাছ তাদের পাতা ঝরাতে থাকল, তখন ঐ দৃশ্য মনের মধ্যে সেই কঠোর বাস্তবের স্মরণ ঘটালো যে, এখন হতে যা কিছু জীবন্ত, প্রত্যেকেই মৃত্যুর অধীন। PPBeng 32.2

    মানুষের আরামদায়ক পথ থেকে বহিষ্কারের অনেক দিন পর পর্য্যন্ত এদন উদ্যান পৃথিবী পৃষ্ঠে ছিল। কিন্তু যখন মানুষের দুষ্টতা বন্যার জল দ্বারা তাদের ধ্বংস হওয়া নির্ধারণ করল, তখন যে হাত এদন বাগান সৃষ্টি করেছিল, তা এটাকে ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে নিল। যখন পরিশেষে আবার সমস্ত কি পুনঃস্থাপিত হবে, যখন আবার “এক নূতন আকাশ ও নূতন পৃথিবী” হবে, তখন এটাকে প্রথম বারের চেয়ে আরো অধিক সাজে সজ্জিত করে পুনঃস্থাপন করা হবে । প্রকাশিত বাক্য ২১:১। PPBeng 32.3