Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দায়ূদ সদাপ্রভুর শান্তি বেছে নেন

    রাজার উত্তর ছিল, “আমি বড়ই বিপদগ্রস্ত হইলাম; আইসুন, আমরা সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাঁহার করুণা প্রচুর; কিন্তু আমি মনুষ্যের হস্তে পড়িতে চাহি না।” PPBeng 544.4

    দেশে মহামারী দেখা দিল, যার ফলে সত্তর হাজার লোক মারা গেল । “আর দায়ূদ চক্ষু তুলিয়া দেখিলেন, সদাপ্রভুর দূত পৃথিবী ও স্বর্গের মধ্য পথে দাঁড়াইয়া আছেন, তাঁহার হস্তে যিরূশালেমের উপরে প্রসারিত খোলা খড়গ।” ইস্রায়েলের পক্ষে রাজা ঈশ্বরের নিকট অনুরোধ করিলেন, “লোকদিগকে গণনা করিতে যে আদেশ দিয়াছিল, সে কি আমি নহি? আমিই পাপ করিয়াছি, আমিই বড় অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল? হে আমার প্রভু, বিনয় করি, আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে হস্ত বিস্তার কর; কিন্তু তোমার লোকদিগকে প্রহার করিবার জন্য বিস্তারিত না হউক।” PPBeng 544.5

    যে পাপ দায়ূদকে প্রবৃত্ত করেছিল, লোকেরাও সেই একই পাপের দোষে দোষী ছিল। যেমন করে সদাপ্রভু অবশালোমের পাপের মাধ্যমে দায়ূদের বিচার করেছিলেন, সেই একই ভাবে দায়ূদের ভুলের মাধ্যমে তিনি ইস্রায়েলদের পাপের শাস্তি দিলেন। ধ্বংসকারী দূত “যিবুষীয় অরৌনের খামারের নিকটে” মোরিয়া পর্বতে দাঁড়িয়েছিলেন। ভাববাদীর নির্দেশে দায়ূদ ঐ পর্বতে গেলেন। তিনি “হোমবলি ও মঙ্গলার্থক বলি উসর্গ করিলেন, আর সদাপ্রভুকে ডাকিলেন, তাহাতে তিনি স্বর্গ হইতে হোমবলির উপরে অগ্নি বৃষ্টি দ্বারা তাঁহাকে উত্তর দিলেন।” “এইরূপে দেশের জন্য সদাপ্রভুর কাছে নিবেদন করিলে তিনি প্রসন্ন হইলেন, এবং ইস্রায়েলের উপর হইতে মহামারী নিবৃত্ত হইল ।” PPBeng 545.1

    যে স্থানে যজ্ঞ বেদী তৈরী করা হয়েছিল, সেই স্থান এরপর চিরকালের জন্যই একই পবিত্র জায়গাতে পরিণত হল। এই স্থানেই অব্রাহাম একটি যজ্ঞ বেদী তৈরী করে তার ছেলেকে বলি দিতে উদ্যত হয়েছিলেন, আর এরপর এই স্থানেই ধর্মধাম তৈরী করা হয়েছিল। PPBeng 545.2

    দায়ূদের বয়স তখন সত্তর বৎসর হয়েছিল। তার বাল্যকালের ভ্রাম্যমান কঠিন জীবন, তার অসংখ্য যুদ্ধ, প্রৌঢ় বয়সের কষ্ট, তার জীবনী-শক্তি ক্ষয় করে ফেলেছিল। দুর্বলতা এবং বার্দ্ধক্য, আর নির্জনে থাকার আকাঙ্খা, রাজত্বে কি ঘটছে তা দ্রুত জানার পথে অন্তরায় হয়ে পড়েছিল, এবং আবারও সিংহাসনের খুব নিকটেই বিদ্রোহ সৃষ্টি হল । PPBeng 545.3

    এখন যে সিংহাসন দখলের স্বপ্ন দেখছিল, সে ছিল আদোনিয়, দেখতে শুনতে “সেও সুপুরুষ ছিল”, কিন্তু সে নীতিভ্রষ্ট ও বেপরোয়া ছিল। বাল্যকালে “তাহার পিতা কোন সময় তাহাকে এ বাক্য বলিয়া অসন্তুষ্ট করেন নাই যে, তুমি কেন এমন করিয়াছ?” এখন যৌবনে এখন সে কোন বাধাই মানতে রাজী নয়, আর সে ঈশ্বরের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করল, কারণ ঈশ্বর শলোমনকে সিংহাসনের উত্তরাধিকারী করেছিলেন। তার বড় ভাই'র চেয়ে শলোমন অধিক .. যোগ্য ছিলেন; তথাপি, যদিও ঈশ্বরের মনোনয়ন পরিষ্কার ভাবে ব্যক্ত করা হয়েছিল, আদোনিয় তার প্রতি সহানুভূতিশীল মানুষ পেতে সক্ষম হল। এতদিন পর্যন্ত সিংহাসনের প্রতি অনুগত যোয়াব শলোমনের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়ে পড়লেন, এবং যাজক অবিয়াথরও তার সাথে যুক্ত হলেন । PPBeng 545.4

    বিদ্রোহ পরিপক্ষ হয়ে উঠল। আদোনিয়কে রাজারূপে ঘোষণা করার জন্য ষড়যন্ত্রকারীরা এক মহাভোজে একত্রিত হয়েছিল, কিন্তু যাজক সাদোক, ভাববাদী নাথন, ও শলোমনের মা, বশেবার সময়োচিত হস্তক্ষেপের ফলে তাদের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হল। তারা রাজাকে সমস্ত কিছু জ্ঞাত করলেন ও স্বর্গীয় নির্দেশ অনুসারে শলোমন যে সিংহাসনে বসবেন তা তাকে স্মরণ করালেন । দায়ূদ শলোমনের পক্ষ সমর্থন করে তক্ষণা সিংহাসন ত্যাগ করলেন ও সাথে সাথে শলোমন রাজা হিসাবে অভিষিক্ত ও ঘোষিত হলেন । ষড়যন্ত্র ধ্বংস করা হল । PPBeng 546.1

    তার দায়িত্বের প্রতি সম্মান প্রদর্শন করে, দায়ূদের প্রতি তার পূর্বের আনুগত্যের বাক্য স্মরণ করে অবিয়াথরের জীবন রক্ষা করা হল; কিন্তু তাকে মহাযাজকের পদ হতে নামিয়ে দেয়া হল, আর ঐ পদ সাদোকের বংশে চলে গেল। যোয়াব ও আদোনিয়কে কিছু কালের জন্য রেহাই দেয়া হল, কিন্তু দায়ূদের মৃত্যুর পর তারা তাদের অপরাধের শাস্তি পেলেন। দায়ূদের ছেলের মৃত্যুদন্ডের মাধ্যমে পিতার পাপের প্রতি ঈশ্বরের যে ঘৃণা ছিল তার চার গুণ বিচার সম্পন্ন হল । PPBeng 546.2