Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    উন্নতির রহস্য

    জ্ঞানী ব্যক্তি বলেছেন, “কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে।” হিতোপদেশক ১১:২৪। একই শিক্ষা পৌল নূতন নিয়মে শিক্ষা দিয়েছেন; “যে অল্প পরিমাণে বীজ বুনে, সে অল্প পরিমাণে শস্যও কটিবে; আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে, সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে । PPBeng 378.3

    আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমৰ্থ; যেন সর্ব-বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়।” ২ করিন্থীয় ৯:৬-৮ পদ । PPBeng 378.4

    ঈশ্বরের ইচ্ছা ছিল যে ইস্রায়েল সারা পৃথিবীর আলোক-রশ্মি বাহক হবে। আর সদাপ্রভু ইহা নির্ধারণ করে দিয়েছিলেন যে, যারা স্বর্গীয় আশীর্বাদ লাভ করে থাকেন, পৃথিবীতে সত্যের আলো ছড়িয়ে পড়া তাদের প্রচেষ্টা ও দানের উপর নির্ভরশীল হবে। তিনি দূতগণকে তাঁর সত্যের দূতরূপে নিযুক্ত করতে পারতেন; কিন্তু তাঁর প্রেম ও জ্ঞানের জন্য তিনি ইস্রায়েলকে তাঁর কাজ করতে দিয়ে তাঁর সহকর্মীতে পরিণত হতে আহবান জানালেন। PPBeng 378.5

    ইস্রায়েলদের সময় ঈশ্বরের কাজ ও আরাধনা চালু রাখার জন্য দশমাংশ (আয়ের দশ ভাগের এক ভাগ) ও স্বেচ্ছাকৃত দান প্রয়োজন ছিল। বর্তমান কালে কি ঈশ্বরের সন্তানেরা এর চেয়ে কম দেবে? খ্রীষ্ট নীতি নির্ধারণ করে দিয়েছেন যে, ঈশ্বরের নিকট আমাদের দান আমাদের আলো আমাদের সুবিধাদির আনুপাতিক হওয়া প্রয়োজন । “যে কোন ব্যক্তিকে অধিক দেওয়া হইয়াছে, তাহার নিকটে অধিক দাবী করা যাইবে।” লূক ১২:৪৮। “তোমরা বিনা মূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও।” মথি ১০৪৮। যেহেতু আমাদের সামনে রয়েছে ঈশ্বরের পুত্রের তুলনাহীন বলি, আমাদের কি উচিত নয় যে প্রচুর দানের মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি? PPBeng 378.6

    যখন সুসমাচারের কাজ প্রসারিত হয় তখন ইহা চালু রাখার জন্য আগেকার চেয়ে অনেক বেশী অর্থের প্রয়োজন হবে। এই অবস্থায় দশমাংশ ও দান আরো অধিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। যদি তাঁর সন্তানেরা স্বেচ্ছাদত্ত দান দ্বারা তাঁর কাজ চালু রাখেন তবে ঈশ্বর গৌরবান্বিত হবেন এবং অনেক আত্মাকে খ্রীষ্টের পথে লাভ করা যাবে। সমাগম-তাম্বু তৈরীর জন্য সম্পদ সংগ্রহ করার মোশির পরিকল্পনা খুবই সফল হয়েছিল । তিনি কোন বড় ভোজ করেন নি। তিনি লোকদের কোন বিশেষ নৃত্য-গানের ও আনন্দের আসরে নিমন্ত্রণ করেন নি। সদাপ্রভু মোশিকে আদেশ দিলেন যে, যে কেহ স্বেচ্ছায়, আনন্দ সহকারে, তার হৃদয় থেকে, যা দেয় তাই যেন তিনি গ্রহণ করেন । আর ফলে প্রচুর দান আসতে থাকল যে মোশি লোকদের নিষেধ করলেন যেন আর কোন দান না আনা হয়, কেননা তারা যত দান দিয়েছিল তার সব ব্যবহার করা সম্ভব ছিল না । PPBeng 379.1

    ঈশ্বর মানুষকে তত্ত্বাবধায়ক করেছেন। সদাপ্রভু বলেন, “যাহারা আমাকে গৌরবান্বিত করে, তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব।” ১ শমূয়েল ২৪৩০। “ঈশ্বর কষ্ট চিত্তদাতাকে ভালবাসেন” (২ করিন্থীয় ৯:৭), আর যখন তাঁর সন্তানেরা, “মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া” নয় কিন্তু কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে তাঁর নিকটে তাদের উপহার উপস্থিত করে, তখন তাঁর আশীর্বাদ তাদের উপর বর্ষিত হয়; কেন না তিনি এই প্রতিজ্ঞা করেছেন। PPBeng 379.2