Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৭০—দায়ূদের সমৃদ্ধ রাজত্ব

    হিব্রোণ হতে বিশ মাইল দূরে একটি স্থান নিরূপণ করা হল, যা হবে ভবিষ্য রাজত্বের রাজধানী শহর । এর নাম ছিল সালেম। আট শ’ বসর আগে এটি ছিল সর্বশক্তিমানের যাজক মক্কীষেদকের বাসস্থান। এটি দেশের কেন্দ্র স্থলে ছিল এবং চতুর্দিকের পাহাড় দ্বারা রক্ষিত ছিল। বিন্যামীন ও যিহুদার সীমায় অবস্থিত, এটি ইফ্রায়িমের নিকটবর্তী ছিল এবং অন্যান্য বংশের সহজ নাগালের আওতায় ছিল। PPBeng 511.1

    এই স্থানটিকে নিরাপদ করার জন্য যিহূদীদের প্রয়োজন হল বাকী কনানীয়দের তাড়িয়ে দেয়া, ঐ কনানীয়েরা সীয়োন ও মোরিয়া পাহাড়ে শক্ত ঘাটি তৈরী করেছিল। ঐ শক্ত ঘাটির নাম ছিল যিবৃষ আর এর অধিবাসীদের নাম ছিল যিবৃষীয়। অনেক শতাব্দি ধরে যিষীকে অলক্ষণীয় মনে করা হত। কিন্তু যোয়াবের নেতৃত্বাধীনে ঐ স্থানটি অবরোধ ও অধিকার করা হল, আর এর ফল স্বরূপ যোয়াবকে ইস্রায়েল সৈন্যদলের সেনাপতিতে উন্নীত করা হল । যিবৃষ জাতীয় রাজধানীতে পরিণত হল, আর এর পৌত্তলিক নামকে যিরূশালেম নামে রূপান্তরিত করা হল । PPBeng 511.2

    যিরূশালেমে একটি প্রাসাদ তৈরী করার জন্য সোরের রাজা হীরম দায়ূদের সহযোগীতা করলেন। সোর হতে নির্মাতা, কর্মী ও মূল্যবান দ্রব্যাদিসহ দূত পাঠান হল । PPBeng 511.3

    দায়ূদের অধীনে জোট বদ্ধ ইস্রায়েলের শক্তি বৃদ্ধি পাওয়ায় পলেষ্টীয়রা তাদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে উঠল, আর তারা ইস্রায়েলদের দেশ আক্রমণ করল ও যিরূশালেম হতে মাত্র অল্প দূরে অবস্থান নিল। দায়ূদ তার সৈন্যবাহিনীসহ সীয়োনে অবস্থান গ্রহণ করলেন। তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু দায়ূদকে বলিলেন, যাও, আমি অবশ্য তোমার হস্তে পলেষ্টীয়দিগকে সমর্পণ করিব।” PPBeng 511.4

    দায়ূদ তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে অভিযান চালালেন, তাদের পরাজিত করলেন, এবং তারা বিজয় নিশ্চিত করার জন্য যে সকল দেবতাদের এনেছিল সেগুলি তাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন। এই পরাজয়ে হতাশ হয়ে পলেষ্টীয়েরা আরো বৃহ একদল সৈন্য জোগাড় করে যুদ্ধের জন্য ফিরে এল। আবার দায়ূদ সদাপ্রভুর কাছে জানতে চাইলেন তিনি কি করবেন এবং মহান “আমিই আমি” (ঈশ্বরের আরেকটি নাম) ইস্রায়েল সৈন্য পরিচালনার ভার গ্রহণ করলেন। PPBeng 511.5

    ঈশ্বর দায়ূদকে নির্দেশ দিলেন, “তুমি যাইও না, কিন্তু... বাকা বৃক্ষরাজির সম্মুখে উহাদিগকে আক্রমণ কর। সেই সকল বাকা বৃক্ষের শিখরে...শব্দ শুনিলে তুমি উদ্যোগ করিবে; কেননা তখনই সদাপ্রভু পলেষ্টীয়দের সৈন্যকে আঘাত করিবার জন্য তোমার সামনে অগ্রসর হইয়াছেন।” দায়ূদ যদি শৌলের মত নিজ পথ ও মত অবলম্বন করতেন তবে, তার কোন বিজয়-লাভ ঘটত না। কিন্তু সদাপ্রভু যে ভাবে আক্রমণ করার আজ্ঞা দিলেন, তিনি সে ভাবেই আক্রমণ করলেন, এবং “তাঁহার লোকেরা গিবিয়োন অবধি গেষর পর্য্যন্ত পলেষ্টীয়দের সৈন্যদলকে আঘাত করিল। আর দায়ূদের কীৰ্ত্তি সমস্ত দেশে ব্যাপিল, এবং সদাপ্রভু সর্ব জাতির মধ্যে তাঁহা হইতে ভয় উপস্থিত করিলেন।” ১ বংশাবলি ১৪:১৬, ১৭। PPBeng 512.1