Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দায়ূদের পাপের দুঃখজনক পরিণতি

    অবশালোমকে যিরূশালেমে আসতে দেয়া হল সত্য, কিন্তু তাকে পিতার আদালতে উপস্থিত হতে অথবা তার পিতার সাথে সাক্ষাৎ করতে অনুমতি দেয়া হল না। তার এই সুন্দর ও দক্ষ ছেলেকে যদিও দায়ূদ খুবই প্রেম করতেন, তথাপি তিনি চিন্তা করলেন যে ঐ ধরণের অপরাধের প্রতি ঘৃণা প্রকাশ করা প্রয়োজন। আদালত হতে নির্বাসিত অবশালোম দুই বসর নিজ ঘরেই থাকলেন। তিনি যে অপরিমেয় অন্যায়ের শিকার হয়েছেন, তার বোনের উপস্থিতি তাকে নিয়ত তা স্মরণ করাত। জনসমক্ষে রাজপুত্র একজন অপরাধী না হয়ে বরং একজন বীররূপে গণ্য হচ্ছিলেন, আর তিনি লোকদের হৃদয় জয় করতে সচেষ্ট হলেন । PPBeng 530.2

    তার ব্যক্তিগত চেহারা সকলের প্রশংসা কুড়ানের মত ছিল। “সমস্ত ইস্রায়েলের মধ্যে অবশালোমের তুল্য সৌন্দর্য্যে অতি প্রশংসনীয় কেহ ছিল না; তাহার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত নির্দোষ ছিল।” দায়ূদ যে তাকে যিরূশালেমে আসার অনুমতি দিলেন, তথাপি তাকে যে তার সম্মুখে আসতে দিচ্ছিলেন না, এতে লোকদের সহানুভূতি তার প্রতি ধাবিত হল । PPBeng 530.3

    তার পাপের পূর্বে দায়ূদ ছিলেন সাহসী ও দৃঢ়, কিন্তু পাপের পর তিনি হয়ে পড়লেন ভীরু ও সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। এতে তার ছেলের পরিকল্পনায় সহায়তা হল । PPBeng 531.1

    যোয়াবের প্রভাবের মাধ্যমে অবশালোম তার পিতার সামনে উপস্থিত হতে শুরু করলেন। কিন্তু তিনি তার ষড়যন্ত্র চালিয়েই যেতে থাকলেন, অত্যন্ত যত্নের সাথে তিনি জনগণের সমর্থনের চেষ্টা করতে থাকলেন, এবং রাজার প্রতি যে কোন অসন্তোষকেই নিজের সুবিধায় ব্যবহার করতে লাগলেন । প্রতিদিনই এই সম্ভ্রান্ত চেহারার যুবককে শহরের সদর দরজার কাছে দেখা যেত, সর্বদাই তিনি একদল দরখাস্তকারী দ্বারা পরিবেষ্টিত থাকতেন যারা তাদের প্রতি যে অন্যায় করা হয়েছিল, তার বিচার চাইত। অবশালোম মনোযোগ সহকারে শুনতেন, তাদের দুঃখে সহানুভূতি প্রকাশ করতেন, এবং শাসন ব্যবস্থার অদক্ষতার জন্য দুঃখ প্রকাশ করতেন। “হায়, আমাকে কেন দেশের বিচারক পদে নিযুক্ত করা হয় নাই? তাহা করিলে যে কোন ব্যক্তির বিবাদ বা বিচারের কোন বাক্য থাকে, সে আমার নিকটে আসিলে আমি তাহার বিষয়ে ন্যায্য বিচার করিতাম। আর যে কেহ তাহার কাছে কুর্নিশ করিতে তাহার নিকটে আসিত, সে তাহাকে হাত বাড়াইয়া ধরিয়া চুম্বন করিত।” PPBeng 531.2